Page Nav

HIDE

Post/Page

May 20, 2025

Weather Location

Breaking News:
latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা পর্বকলমে - পবিত্র প্রসাদ গুহবিভাগ - গদ্যকবিতাশিরোনাম -  অর্জন৩১/০৮/২০২০
*************************************                         অর্জন*************************************
প্রগাঢ় অন্ধকারহয়ে ওঠে আরো মিশম…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা পর্ব

কলমে - পবিত্র প্রসাদ গুহ

বিভাগ - গদ্যকবিতা

শিরোনাম -  অর্জন

৩১/০৮/২০২০


*************************************

                         অর্জন

*************************************


প্রগাঢ় অন্ধকার

হয়ে ওঠে আরো মিশমিশে কালো

যেন সে এক বিপদসংকুল অমাবস্যার রাত

সাথে প্রবল বৃষ্টি ও বজ্রপাত

মহীরুহ ঊপরে ফেলা দুর্দমনীয় ঝড়

চক্রব্যূহ অন্তঃস্থ অবস্থা ।


সমস্যার বটের ঝুড়ি বেঁধে ফেলে আপাদমস্তক

নির্ভিক মন, মাটি কামড়ে থাকে

দুর্দমনীয় প্রতিজ্ঞা ।

ছায়া সঙ্গী করে ফেলে অর্জনের নেশা ।

উপভোগ করে সেই কালো মুহূর্তের ।


রাত বাড়ে, ঝড়ের প্রাবল্য কমতে থাকে,

গতি হারিয়ে বৃষ্টি কে সাথে করে,

পিছু হটতে থাকে,

পূব আকাশে নীলচে সাদা মেঘের ফাঁকে,

উঁকি দেন রবি মামা ।

নির্মল স্নিগ্ধ নীলাকাশ ।


খিলখিলিয়ে হাসে রবি মামা,

গুনগুন গানে মন মাতায় ওলিদের দল,

শ্বেত শুভ্র রাজহাঁসেরা বয়ে নিয়ে যায় শান্তির হিয়া ।


পাগল মন উদাসী হাসি হাসে

কষ্টার্জ্জিত সুখের টুকরো পকেটে পুরে,

আর দু মুঠো শান্তির স্বস্তি করে হৃদয় বন্দী ।