Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

শিরোনাম :  প্রতিজ্ঞা ভঙ্গ ভালোবাসা ।কলমে:দেবাশীষ দাস।✍️✍️তারিখ :-০১/০৯/২০২০
শুভ, তোমাকে অনেক দিন পরে স্বপ্নে দেখলাম সেই নদীর চরে  তুমি -আমি হাঁটতে হাঁটতে বেশ মেঘের কাছেই চলেছি!চলেছি দুটি হস্ত বন্ধনে  ভুলে যাওয়া গানের মাতোয়ারায়...…

 


শিরোনাম :  প্রতিজ্ঞা ভঙ্গ ভালোবাসা ।

কলমে:দেবাশীষ দাস।✍️✍️

তারিখ :-০১/০৯/২০২০


শুভ, তোমাকে অনেক দিন পরে স্বপ্নে দেখলাম 

সেই নদীর চরে  তুমি -আমি হাঁটতে হাঁটতে বেশ মেঘের কাছেই চলেছি!

চলেছি দুটি হস্ত বন্ধনে  ভুলে যাওয়া গানের মাতোয়ারায়...

সেই চোখ,সেই নাক,সেই ঠোঁটের কোণায় মিষ্টি মিচকি হাসি।

সব সাদা বকে -রা সেই সারি সারি ডানা মেলে উড়ছে ঐ মাতোয়ারায়...

আমিও তখন তাদের তালেই হাত পাখনায় নৃত্যে মগ্ন।

শুভ তুমি - তুমি যখন হাত ধরে তোমার বুকে নিলে তখন আমি যেনো স্বর্গের সিড়িতে পা দিলাম আর -

আর হারিয়ে যেতাম তোমার মায়াবী দু-নয়নে!

তুমি কি সত্যি আমার সেই শুভ!? 

মনে পড়ে কপোল চুম্বনে সেই ভিক্টোরিয়া প্রাঙ্গণে অন্তবিহীন সোহাগের সেই খুনসুটি গুলি...

তুমি চাইতে সকাল সাজে রাত্রির মাঝে তোমার সাথে উঠি বসি!

জানিনা কোন অজানা দমকা হাওয়ার কারণে-

হঠাৎ করে হারিয়ে গেলে!

আমার কোন্ অজানার নোনা জলের দেশে!

নাকি কোন এক মেঘলা দিনে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া হয়ে -

হঠাৎ করে হারিয়ে গেছো কোন এক অমাবস্যার রাতে!

কি জানি কোন এক জ্যোৎস্না রাতে-

 কার -হৃদয় আলোকিত করে,

সঙ্গী হয়ে কোন এক নবীনার সাথে,

এক অভাগিনীকে অন্ধকারে ফেলে রেখে!

ভরসা আজ দৈন্যদশা,মানুষ আজ বিবেক হারা -

স্বার্থ আজ রমরমা,মনের বড় অসহায়!

বহুরূপীর ছদ্ম অভিনয়ে বড়োই নিখুঁত,

মিলন -বিরহ যাযাবরের মতো 

অঙ্গীকারের নেই যে মূল্যবোধে।