#নামঃ ভাবীকাল #কলমেঃ মধুপর্ণা বসু
উন্মাদিনী, লেখার নেশায় না বলা ইতিহাস লেখে, আগামীর স্বপ্ন যেখানে কাটাছেঁড়া হয় রোজ, নারীর যোনী ছিন্নভিন্ন করে খুন হয়ে যায়, শিশু ভবিষ্যৎ,অভুক্ত পুরুষ খোঁজে কালো যুগের বন্ধ্যা শিলালিপিতে তার ক্ষয়ে যা…
#নামঃ ভাবীকাল
#কলমেঃ মধুপর্ণা বসু
উন্মাদিনী, লেখার নেশায় না বলা ইতিহাস লেখে,
আগামীর স্বপ্ন যেখানে কাটাছেঁড়া হয় রোজ,
নারীর যোনী ছিন্নভিন্ন করে খুন হয়ে যায়, শিশু ভবিষ্যৎ,
অভুক্ত পুরুষ খোঁজে
কালো যুগের বন্ধ্যা শিলালিপিতে তার ক্ষয়ে যাওয়া কপালের রেখা,
সেখানে এই অভাগী নারী লিখে যায়
যতসব জেলখানার স্বপ্নময় গল্প,
শরৎবাবু, এই কি তোমার সাধারণ মেয়ে?
এখানে সে অসামান্যা, তার ঠোঁটে অ্যাসিডের উদগার,
তার চোখে কুৎসিত সরল রূপকথা,
তার দুহাতে শেকল ভাঙার দুর্বল চেষ্টা,
তার নাভিতে জড়িয়ে আছে জন্মলগ্নের মায়াবী প্ল্যাসেন্টা ফুল।
তার দুপায়ের মলে বাজে তমালের, হিজলের সবুজ প্রশাখা,
আর সে পাগলীর চোখে দেখি, সারা আকাশের উত্তর মেঘ এসে ঘনিয়েছে।
ওরে মেয়ে--
ওরে অযোনিসম্ভবা নারী,
পুরুষের চিরদিন আকাঙ্ক্ষা পার্বতী, ঊর্বশী, মেনকা রম্ভা...
তুই সেই আগ্রাসী চাহিদার বাইরে মুক্তিযুদ্ধের প্রথম সৈনিক,
তোকে জয়ধ্বনী!