বিভাগ -কবিতা বর্ষার মেঘ মালা সেন দে ১।৯।২০২০
আজ সকালে ভেসে এলো একখানা মেঘ , তারপরেই শুরু হলো একটানা বৃষ্টি । আনন্দে বললাম মেঘবালিকা , আজ যেও না তাড়াতাড়ি , উঁকি দিয়ে দেখলাম তোদের ছাদেও কালো ঘন মেঘ , তোদের চিলেকোঠা আমাদের মতই আজ ভ…
বিভাগ -কবিতা
বর্ষার মেঘ
মালা সেন দে
১।৯।২০২০
আজ সকালে ভেসে এলো একখানা মেঘ ,
তারপরেই শুরু হলো একটানা বৃষ্টি ।
আনন্দে বললাম মেঘবালিকা , আজ যেও না তাড়াতাড়ি ,
উঁকি দিয়ে দেখলাম তোদের ছাদেও কালো ঘন মেঘ ,
তোদের চিলেকোঠা আমাদের মতই আজ ভিজতে চাইছে ।
সেদিন যখন আষাঢ় মেঘ ভীড় করেছিলো তোর চিলেকোঠার ঘরে ,
আমি আর তুই দাঁড়ালাম ভিজব বলে , এলো না ,
খুব অভিমানে বলেছিলাম মেঘকে ,কেনো এতো স্বার্থপর !
এক পশলা বৃষ্টি দিয়েই চলে গেলে অন্য কোথাও
দুটো প্রাণের একান্ত চাওয়ার দিলে না মূল্য ।
শোনোনি আমার চাপা দীর্ঘশ্বাস বৃষ্টি !
বাঁধন ছাড়া আবেগে খুশির জোয়ারে অবগাহন করতে চায় দুটি মন
তুমি এলে না জানলে না জামা কাপড়গুলোর ভিজতে চাওয়ার ব্যাথা ।
বলেছিলাম জানি তুমি ফিরে আসবেই একদিন ,
বর্ষা তোমার এবার যাবার সময় হয়েছে জানি ।
সেই এল ঘর বার উঠোন ভিজ্লো ,
অনেক দূরের নদীর পরে, বনের পথ , ভিন গাঁয়ের অচেনা পথ সবাই ভিজে যাচ্ছে ।
শুধু তুই আর আমি ছুটে বেড়াচ্ছি এই মনটাকে নিয়ে ,
কিশোরীবেলার মনের মাঠে বর্ষা মেঘেরা এসে আজও যেখানে ভীড় করে ॥