Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#অনুভব_করেছি#মিষ্টিমৌ-----------------------------
কয়েক মাস আগেও প্রায় রোজ দেখা হত তোর সাথে  আর কাজের ফাঁকে ঘন্টার পর ঘন্টা রোজকার ডালভাতের গল্প বলেও আমার গল্পগুলো শেষ হতনা।ডেইলি সোপের মত বেশ চলছিলো দিন।একদিন সদলবলে করোনা এলো বাইর…

 


#অনুভব_করেছি

#মিষ্টিমৌ

-----------------------------


কয়েক মাস আগেও প্রায় রোজ দেখা হত তোর সাথে  আর কাজের ফাঁকে ঘন্টার পর ঘন্টা রোজকার ডালভাতের গল্প বলেও আমার গল্পগুলো শেষ হতনা।ডেইলি সোপের মত বেশ চলছিলো দিন।

একদিন সদলবলে করোনা এলো বাইরে আর সংক্রমণের  ভয়ে আমরা হলাম ঘরবন্দী। আস্তে আস্তে দেখাসাক্ষাৎ বন্ধ হল। 

শুধুমাত্র টেলিফোনেই যখন জুড়ে থাকার একমাত্র ভরসা, তখন কিন্তু আর  নিয়ম করে রোজ তোকে ফোনে করা হয়নি, রোজকার গল্পও বলা হয়নি। অথচ তখনো যেকোনো দরকারে যেকোনো সময় এক ফোনেই কাছে পেয়েছি তোকে। কথায় কথায় অনেক কথাই হয়েছে, বুঝেছি  ফোনের  দূরত্ব বাড়লেও মনের দূরত্ব বাড়েনি। 

সাথে ছিল অনেকখানি ভালোবাসা.. 

অনুভব করেছি।


মেডিক্যাল রিপোর্ট ডক্টরকে  দেখানোর আগেই রিপোর্ট এর ফটোকপি পৌঁছে গেছে তোর ফোনে ..

বিশেষজ্ঞদের মত বলেছিস : 

-" ও কিছু নয়, আমার ও আছে, ভয় পাস না".. আশ্বস্ত করেছিস।

সাথে ছিল অনেক খানি ভালোবাসা....

অনুভব করেছি!


আজন্মের কুঁড়ে আমি, কাজে অষ্টরম্ভা অথচ শখ ১৬আনা.. বুঝিস তুই, 

তাই তোর যত্নে চারা থেকে গাছ হয়ে কিশোরী এরিকা ডালপালা মেলে নাচতে নাচতে একদিন পৌঁছে গেছে   আমার বাড়ির ছাদে।

সাথে ছিল অনেক খানি ভালোবাসা...

অনুভব করেছি।


রাতভোর আড্ডা, তোর গলায় গানের পর গানে আসর জমেছে কতদিন।

একলাইনও গলা মেলাতে পারিনি কোনোদিন, 

একটুও আফসোস হয়নি, বরং ছিল অনেক খানি ভালোলাগা ... 

অনুভব করেছি।


ভুল করা আমার সহজাত ধর্ম... জানিস তুই, এমন কত সহস্র ভুল শুধরে দিয়েছিস কতবার।🤗

তবু একটুও লজ্জা পাইনি।

কারন, সংশোধনের সাথে ছিল অনেক খানি ভালোবাসা...

অনুভব করেছি।


চার লাইন লিখতে গিয়ে যখন পাঁচবার হোঁচট খাচ্ছি, তুই তখন দু লাইনে উজাড় করে  লিখে দিলি মনের কথা,

সাথে ছিল অনেক খানি ভালোবাসা...

অনুভব করেছি।


সুর তাল বুঝিনা তবু একের পর এক তোর গান শুনে যেতে পারি...

রঙ তুলির আঁকিবুঁকি বুঝিনা তবু ঘরের দেওয়াল জুড়ে তোর আঁকা দেখে বারবার অবাক হই...

শব্দের অলংকার, বাক্যের ব্যাকরণ অতশত বুঝিনা,  কিন্তু তোর লেখা বুঝি।

বুঝেছি, সকলের মত তোর প্রতি আমারও খানিকটা ভালোলাগা আছে সাথে আছে অনেকখানি ভালোবাসা...  

অনুভব করেছি।


যদিও তোর খুঁতখুঁতে স্বভাব আর সবকিছুতেই খুঁত খুঁজে পাওয়ার অভ্যেস মোটেই ভালো নয়।

তবুও বিরক্ত হইনা, কারন সাথে থাকে অনেকখানি ভালোবাসা....

অনুভব করেছি।  


বলেছিলি রুপের নয়,  গুণের প্রেমে পড়িস তুই... 

ভয় পেয়েছিলাম, তোর  ভালোবাসার মানুষদের শর্টলিস্ট থেকে বাদ পড়ার ভয়। একেবারেই বেগুণী যে আমি,বরাবরের ফাঁকিবাজ তাই সরস্বতী কোনোদিনই  আমার ধারে কাছে আসেননি... তুই এসেছিস

২লাইন ছড়া বলার জন্য  ২০০বার জোড় করেছিস, 

পারিনি... চেষ্টাও করিনি... 

এভাবেই, যখন "এই বেশ ভালো আছি" গোছের হয়ে  দিন কাটাচ্ছি, লকডাউনের অবসরে  আমাদের বয়স কমে ঠেকলো ১৩ কি ১৪য়, আমিও লাফিয়ে লাফিয়ে ১৪য় নেমে দু:সাহসী কিশোরীর মত একদিন গলা ফাটিয়ে বলেই ফেললাম দু লাইন ......অবশ্যই সেও তোর জেদ রাখতেই...

তুই বললি..  "ভালো হয়েছে" 

ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার সাহস রাখিস তুই, তাই বিশ্বাস করলাম মন থেকে আর অনুভব করলাম... 

জ্বরের মত গুণেরও সংক্রামণ হয়।


বাইরে থেকে ভেতরের তুইটাকে বোঝা বেশ কঠিন, জানিনা আমি কতটা বুঝতে পেরেছি তবে এটুকু বুঝেছি ... 

তোর স্পষ্ট সুন্দর হাতের লেখার মতই স্পষ্ট মনের মানুষ তুই।

অনুভব করেছি...

খুব ভালো বন্ধু তুই... 

খুব ভালো মানুষ তুই...

আর বুঝেছি প্রশংসায় তোর ঘোর আপত্তি...

শুধু ভালোবাসিনা, ভয়ও পাই তোকে খুব। 

আর কিছুটা কথা না হয় না বলাই থাক... থাক সেসব কথা ব্যাক্তিগত।