Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

শিরোনাম :- আহ্বান কলমে :- নাসরিন জাহান সিদ্দিকীসময়কাল :- ১৬/০৯/২০২০
অসুস্থ পৃথিবীতে কেমন আছো প্রিয়তম ?আলিঙ্গনের আনন্দ লহরীর আজ বড়ো খামতি সুর সঙ্গমের সপ্ত আকাশ মেঘলা আজ ক্ষণে ক্ষণে মন খারাপের তীব্র হুংকার ।।
পৃথিবীর আজ বড়ো অসুখ …



শিরোনাম :- আহ্বান 

কলমে :- নাসরিন জাহান সিদ্দিকী

সময়কাল :- ১৬/০৯/২০২০


অসুস্থ পৃথিবীতে কেমন আছো প্রিয়তম ?

আলিঙ্গনের আনন্দ লহরীর আজ বড়ো খামতি

 সুর সঙ্গমের সপ্ত আকাশ মেঘলা আজ 

ক্ষণে ক্ষণে মন খারাপের তীব্র হুংকার ।।


পৃথিবীর আজ বড়ো অসুখ 

অকাল ক্ষয়ের রোগে ভুগছে

বন্ধনের বিনি সুতায় গিঁট পড়েছে 

অসংখ্য সৌহার্দ্যের সাম্পান 

থমকে গেছে কালের জীর্ণতায়।।


সম্পর্কের আত্মিক প্রশান্তি ভ্রু কুঁচকে তাকায় 

নির্ভাবনার ফল্গু ধারায় এসো 

ইচ্ছে পূরণের জাদু কাঠি নিয়ে 

ছুঁয়ে দিয়ে মোলায়েম শব্দে বলো 

তাকিয়ে দেখো সব ঠিক হয়ে গেছে ।।


বলবে উড়ন্ত বালিহাঁস হয়ে পৃথিবীর নানা প্রান্তে 

আবার পরিযায়ী মনে আসমুদ্র হিমাচল 

মুঠোয় পুরে নাও , লাদাখের গায়ে 

থোকা থোকা বরফ মেখে নিলান্তিকা 

তুষার ধারায় ভিজতে থাকো ।।


হিমালয়ের মেঘের পালক খোঁপায় তারার 

ফুল গুঁজে দেয় , সাহারার তপ্ত বালু 

কামনার গহ্বর থেকে অসন্তোষের 

লাভা নির্গত হতে থাকে ।

যমুনার কালোজলে মাখামাখি মানবতার 

কল্যাণ কামনা ।।


তুমি এসো চিরাগের সেই দৈত্য হয়ে 

কিংবা এসো স্বার্থপর দৈত্য হয়ে 

শিশুর কলতানে ফুটেছিল যেখানে

বাহারী কুসুম , তোমার অপার 

সান্নিধ্যে নিস্তরঙ্গ জীবনে বয়ে 

আনবে স্বস্তির প্রেমরাগ ! 


আজ তোমায় খুব খুব প্রয়োজন ।।


     বহরমপুর , মুর্শিদাবাদ