#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
#বরিষ_ধরায়_শান্তির_বারি
ডা.শামস রহমান ১ আশ্বিন'১৪২৭;১৬/০৯/২০
আমি জলের শব্দ শুনেছি বৃষ্টির কাছে,বাতাসে কান পেতেসাগরের গর্জন শুনেছি শঙ্খতে,অবাক বিস্ময়ে মেতে।ঝর্ণা ঝরঝর নিরবধি বয়ে যায়,কি আপন যেন তা লাগেনদীর…
#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
#বরিষ_ধরায়_শান্তির_বারি
ডা.শামস রহমান
১ আশ্বিন'১৪২৭;১৬/০৯/২০
আমি জলের শব্দ শুনেছি বৃষ্টির কাছে,বাতাসে কান পেতে
সাগরের গর্জন শুনেছি শঙ্খতে,অবাক বিস্ময়ে মেতে।
ঝর্ণা ঝরঝর নিরবধি বয়ে যায়,কি আপন যেন তা লাগে
নদীর কুলকুল ধ্বনি দুকূল ছাপায়,ভরে হৃদয় কি আনন্দে।
জলপ্রপাতের ধারা কি বিশাল উত্তাল,যেন ভেসে যায় কোন প্রলয়ে
পল্বলে ফোটে শতদল ঝিলমিল,হীরের চমকে সে যায় হারিয়ে।
আমি তুষারের কাছে রেখেছি জমাট ভালোবাসা ঝিরঝির হয়ে ঝরতে
শীলাবৃষ্টির ঝড়ে দৃষ্টি কেড়ে নেয়,মিশে জল হয়ে যেন মাটিতে।
আমার আকাঙ্খা যত ফুরায় অন্তরের তোমার অশ্রুপাতে
হু হু কান্না সেতো বন্যার মত,ভাসায় আঁখিজল দিনেরাতে
আমি দেখেছি শ্রাবণ বাঁধভাঙা প্লাবন, লোকালয় ভাসিয়ে নিতে
আশ্রয় নিলো যারা শাখে বৃক্ষ উঁচুডালে,পেয়েছি হাহাকার তার শুনতে।
জল সেতো শুধু জীবন নয়,হোক না একফোঁটা অশ্রু সাগর সিন্ধু
কখনও দেখি মহাপ্রলয়ে লন্ডভন্ড,কভু জলতরঙ্গ মেটায় আনন্দ।
জমাট বাঁধা বরফচ্ছাদিত সভ্যতা,আছে বিস্তীর্ণ সুমেরুবৃত্তে
সে বরফ গলে অশ্রু ঝরে,জলবায়ু করো না আর উত্তপ্ত।
চিরহিমায়িত ভূপৃষ্ট,সাগর নদী ঝর্ণা আবহমান থাক না সারাবেলা
জলপ্রপাতে ছড়াক প্রকৃতির মায়া,ভরা থাক এ ভুবনের মেলা।
ওগো সুনয়নী ধরে রেখো অশ্রু,কখনও ঝরতে তাকে দিওনা
সজনীর ব্যথা বিঁধে ভালোবেসে, ক'ফোঁটা অশ্রু প্রাণে সয় না!
#কবিস্বত্ব_সংরক্ষিত।