Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতাবিভাগ : কবিতাশিরোনাম : অপগমনকলমে : সজীব মজুমদারতারিখ : 10/09/2020
        " অপগমন "
অদৃষ্টের উদয়কাল পেরিয়ে এসেছিকোনো এক আসক্তে ,ভালোবাসার সমুদ্র সৈকতে ভেজা একান্ত অনুরক্তে ।
কখন আসবে সেই ক্ষণিকের অতিথি ক্ষ…



দৈনিক প্রতিযোগিতা

বিভাগ : কবিতা

শিরোনাম : অপগমন

কলমে : সজীব মজুমদার

তারিখ : 10/09/2020


        " অপগমন "


অদৃষ্টের উদয়কাল পেরিয়ে এসেছি

কোনো এক আসক্তে ,

ভালোবাসার সমুদ্র সৈকতে ভেজা 

একান্ত অনুরক্তে ।


কখন আসবে সেই ক্ষণিকের অতিথি ক্ষণে চাঁদ ,

কেড়ে নিয়েছে যে মাথার উপরে বেঁচে থাকার ছাদ।


মানবীর সহজাত ধূলোয় গড়া এক শুভঙ্করী ,

কতইনা আদুরে আহ্লাদে

 সে ছিল বুঝি সকলের জীবনতরী ,

তাঁর আগমন যেন হিমালয় কন্যা 

উমার পিত্রালয়ে গমন।

হাজার কোটা শরতাকাশের 

এলোমেলো বিচূর্ণ মেঘের মতন।


মনোভূমের ভাঙা মুকুরে জেগে উঠা 

দুষ্টচক্রের অনিবার্য অপকর্ষ ,

রাহুর বিষ ঠোঁটের গ্রহণকালে 

মুকুলিকার ছিন্নশীর্ষ ।


বহ্নিশিখার বিস্ফারে কত হৃদয় 

করেছে বলিদান ,

তবুও হয়নিকো ক্ষান্ত 

এটাই বুঝি মনুষ্যত্বের ব্যবধান ।


অবিবেকের আহ্বানে বৈরাগ্যের দংশনে 

নিষ্পাপ সহজাত প্রবৃত্তি হবে সর্বস্বান্ত ,

তুষের বর্ষণে কলঙ্কিত সমুদ্র চোখের

আগুনে অতলান্ত।