Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বিষয় ---- কবিতাশিরোনাম -----কবি কলমে----ঝুমা দেব রায়১০/৯/২০২০****************
কবিতা কি শুধুই কবির কল্পনানা কি কবির মনের ব্যাথা,স্বপ্নআবেগের রচনা বিন্যাস?
না কি আশা,প্রত্যাশা, না বলা কথা যা কিনা কোনো দিন সে বলতে পারেনি বলে,তার কলমে …

 


বিষয় ---- কবিতা

শিরোনাম -----কবি 

কলমে----ঝুমা দেব রায়

১০/৯/২০২০

****************


কবিতা কি শুধুই কবির কল্পনা

না কি কবির মনের ব্যাথা,স্বপ্ন

আবেগের রচনা বিন্যাস?


না কি আশা,প্রত্যাশা, না বলা কথা 

যা কিনা কোনো দিন সে বলতে পারেনি বলে,

তার কলমে শব্দের মালা গেঁথে আগামীর 

প্রজন্মের কাছে রেখে যেতে চায়!!


লাল ছিঁড়ে যাওয়া এক পান্ডুলিপি 

তার মনন দলনের কান্নার কথা!! 


না কি একটা রক্তমাংসের উপস্থিতি!! 


যা কিনা কেউ হয়তো জানতে চাইনি

তার অনুভূতি তার হৃদয়ের নির্জনতায়

লুকিয়ে থাকা কিছু অনুভব!!


তাই কবি কবিতায় বেঁচে থাকে

কবির মৃত্যু নেই অমরত্ব পায় কবিতায়!!🍁


*******************************