নিস্ফলা নিবেদন গৌতম সোম 01/09/2020
যদি হয় অকৃতজ্ঞ মনুষ্যত্বের অপ্রত্যাশিত আগমন, সঙ্গে নিয়ে অনৈতিক অন্তর্ঘাতের অনাড়ম্ভর আমন্ত্রণ , তবে হতে পারে নির্ণায়ক অন্তষ্টির …
নিস্ফলা নিবেদন
গৌতম সোম
01/09/2020
যদি হয় অকৃতজ্ঞ মনুষ্যত্বের
অপ্রত্যাশিত আগমন,
সঙ্গে নিয়ে অনৈতিক অন্তর্ঘাতের
অনাড়ম্ভর আমন্ত্রণ ,
তবে হতে পারে নির্ণায়ক অন্তষ্টির
অতর্কিত নির্যাতন,
যারপরনাই অসম্মানের
অনধিকার উপস্থাপন,
দেখা যাবে কৌতূহলী কুমন্ত্রণার
কুশলী মানবতা,
অন্তর্বেদনার অন্তর্বিপ্লবে
রক্ত-ঝরা আরাধনা,
অক্সিজেন যোগাবে চৈত্তিক ঘৃতাহুতি
জ্বালাময়ী ঘোষণায়,
গতানুগতিক গড়িমসি
গরমিলের গবেষণায়,
তাত্ত্বিক তাৎপর্যে নিষ্ক্রিয় রবে
তাথ্যিক দিকদর্শন,
দুর্নীতির দুর্দিনে আজ এই
নিস্ফলা নিবেদন ll
(মূল রচনা সংরক্ষিত)