Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা >>>>>>>>>>>>>>>>>>>>
গদ্য কবিতা -- শিরদাঁড়া কলমে - শ্যামল ব্যানার্জী তারিখ - ০৭/০৯/২০২০
চিন্তায় ফসল নেই।পোকারা কেটে যায়। মেরুদণ্ড কি আগেই খেয়েছে? ত…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

>>>>>>>>>>>>>>>>>>>>


গদ্য কবিতা -- শিরদাঁড়া 

কলমে - শ্যামল ব্যানার্জী 

তারিখ - ০৭/০৯/২০২০


চিন্তায় ফসল নেই।

পোকারা কেটে যায়। 

মেরুদণ্ড কি আগেই খেয়েছে? 

তাই বুঝি বিনষ্ট আজ। 

লিভার, কিডনির প্রতিস্থাপন হয় জানি, 

মেরুদণ্ড? তারও কি হয়? 

চলো, একবার এনাটমি ক্লাসে যাই,।

ওইতো টেবিলের প'ড়ে,

 শায়িত শবের সোজা মেরুদণ্ড, 

ধারালো ছুরি কাঁচির খোঁচাতেও হয়না বিনীত। 

আসলে, যেনো, প্রতিবাদী শিরদাঁড়া, 

তাই, এখন লাশ ঘরে শুয়ে আছে। 

আমিও শুয়ে বসে থাকি, আর আনমনা ভাবি।

শব্দ নগরী আজ শব্দহীনতায়,--

প্রতিবাদহীন। 

আমি এক বেয়ারা শ্রমিক, 

এখনও মোমবাতি গড়ি, 

কালকের কথা ভেবে। 

এরা নাহয় রাজার পাশে শোভা পাক,

যত কবিতা আর সাহিত্য, চারুকলা নিয়ে,

আমিও একরোখা, আমার মোমবাতি আমি

শ্রমিক কবির হাতেই দেবো,

সেই হবে নির্বাক মোমবাতি প্রতিবাদী।

একমাত্র আগামী উত্তরাধিকারী।