ইভেন্ট গদ্য কবিতা সাদা ক্যানভাসকলমে:-নন্দিতা মালাকারতারিখ:-৭-৯-২০২০
শিল্পীর হাতে সাদা ক্যানভাসসাদার বুকে তখন কালোরআঁচড় কাটবেই..শিল্পি পড়েন মহাবিপদেকালো রঙের টানেই সাদারউপরে স্বপ্ন আঁকা তারএদিকে কালোর সাথেই যুদ্ধতার। সাদার বুক জ…
ইভেন্ট গদ্য কবিতা
সাদা ক্যানভাস
কলমে:-নন্দিতা মালাকার
তারিখ:-৭-৯-২০২০
শিল্পীর হাতে সাদা ক্যানভাস
সাদার বুকে তখন কালোর
আঁচড় কাটবেই..
শিল্পি পড়েন মহাবিপদে
কালো রঙের টানেই সাদার
উপরে স্বপ্ন আঁকা তার
এদিকে কালোর সাথেই যুদ্ধ
তার। সাদার বুক জুড়ে শুধুই
শূন্যতা।
কবি পড়লেন মহা চিন্তায়!
এখন কি করবেন?
হাঠৎ দেখেন একটা
প্রজাপতি;ওর গাটা কালো
আর সারা শরীরে সাদার ভালোবাসার চিহ্ন, যেন বলছে
তুমি আর আমি একই
তোমার চেতনার রঙে আজ
আমরা আলাদা; এসো
আমরা দুজন দুজনকে
ভালোবাসি। আমরাই হয়েউঠি
একে অন্যের পরিপূরক।
~ নন্দিতা ~