Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ- কবিতাতারিখ- ১৪/০৯/২০২০
০ক্যানভাস০আশুতোষ ঘোষাল
সেই কবে থেকে রং আর তুলি নিয়ে বসে আছোচোখ থেকে ক্যানভাসে গোগ্রাসে গিলে খাবে আমার নশ্বর রূপ,ধ্রুবকের সন্ধানে কাটালে অগত্যা সময়বহুরূপী খুঁজে।যে মুখ সপসপে ভিজে …

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ- কবিতা

তারিখ- ১৪/০৯/২০২০


০ক্যানভাস

০আশুতোষ ঘোষাল


সেই কবে থেকে রং আর তুলি নিয়ে বসে আছো

চোখ থেকে ক্যানভাসে 

গোগ্রাসে গিলে খাবে আমার নশ্বর রূপ,

ধ্রুবকের সন্ধানে কাটালে অগত্যা সময়

বহুরূপী খুঁজে।

যে মুখ সপসপে ভিজে গেলে তোমার আদরে,

আঁচলে মুছিয়ে তুমি টাঙিয়েছো জানালার পাশে,

অনেক রাত্রি হলে সেই মুখে দেখে এলে―

ফোঁটাফোঁটা চন্দন লেগে;

কেউ যেন যায় চলে,

বারবার তোমাকেই ফেলে।

অথচ এমন মুখে কতবার,

তপ্ত ওষ্ঠাধর দিয়েছিলে ঢেলে

অমর করবে বলে

ক্যানভাসে পেলে।

অথবা এমন যেন হয়েছে আবার,

তপ্ত রোদের আঁচে জ্বলে গেছে এই মুখ কতবার;

পোড়ার গন্ধ তুমি পাওনি ব'লে

ভেবেছো ―এসেছি ফিরে,

পাখিরা যেমন ফেরে শ্রান্ত কুলায়,

এইবার গোধূলি রঙের ছবি যদি আঁকা যায়।

নিঃশব্দ শীতের সাথে এই মুখ কতবার ঘুমিয়েছে

অপারগ নিরুপায় রাতে,

ওপাশে ঘুরেও তুমি ভেবে গেছ―

এবারে জিতলে ঠিক

নীল রং ভরে দেবে চোখের পাতাতে।

জানি আমি অসহায়, তোমার ইজেল-তুলি

জীবনের কাছে,

কেননা প্রতিটি দৃশ্যে শুরু আর শেষগুলি

ঝাউয়ের পাতার মতো নাচে;

রং-তুলি মুঠো শুধু ক্যানভাসে স্হির হয়ে থাকে,

 জীবন পিছলে যায় আঙুলের শাশ্বত অদৃশ্য ফাঁকে।

                               ―০―