Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

আগমনীবৃষ্টি স্নাত পৃথিবী আঁচল মেলে ধরেছে আশ্বিনের নীল আকাশেআঁচলে শিউলির বাসন্তী চুমকি, আর পড়ে আঁকা কাশফুল।সবুজ ঘাসের বিছানায় ছড়িয়ে দিয়েছে তার ভিজে চুল----- শরতের মিঠে রোদে, মৃদু বাতাসে, সমুদ্রের ঢেউ খেলে যায়ভিজে চুলের সোনালী রঙে।…

 


আগমনী

বৃষ্টি স্নাত পৃথিবী আঁচল মেলে ধরেছে আশ্বিনের নীল আকাশে

আঁচলে শিউলির বাসন্তী চুমকি, আর পড়ে আঁকা কাশফুল।

সবুজ ঘাসের বিছানায় ছড়িয়ে দিয়েছে তার ভিজে চুল-----

 শরতের মিঠে রোদে, মৃদু বাতাসে, সমুদ্রের ঢেউ খেলে যায়

ভিজে চুলের সোনালী রঙে।

প্রকৃতি, প্রেম সম্ভার অর্পণ করেছে

ধানের শীষে।

আনন্দে তারা পরস্পরকে আলিঙ্গন করে চলেছে

অদ্ভুত এক আবেশে

ফিসফিস করে তারা কার অপেক্ষায়!!!!!


“ধরায় এসেছে এক আনন্দ বার্তা”

অসুর দলনী  “মা দূর্গা’ সাড়া  দিয়েছেন ধরিত্রীকে

           "মৃন্ময়ী রূপে"       আমি আসছি--------