Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

সন্ধি মিলন------------রমেন মজুমদার,০৫/০৯/২০
পাবোই পাবো, সে আশাটা করে ধরেই নিলামআজকে কেবল আমার তুমি,তোমার আমি দুই অক্ষরের সন্ধি মিলন।
হাত বাড়িয়ে স্বপ্ন ছোঁব, ইচ্ছার আকাশ থেকে;দিও না হয়,--ঝলকানি বিদ্যুৎ!আকাশ ফাঁটা চিৎকারে--নিও কাছে,দ…

 


সন্ধি মিলন

------------

রমেন মজুমদার,০৫/০৯/২০


পাবোই পাবো, সে আশাটা করে ধরেই নিলাম

আজকে কেবল আমার তুমি,

তোমার আমি দুই অক্ষরের সন্ধি মিলন।


হাত বাড়িয়ে স্বপ্ন ছোঁব, ইচ্ছার আকাশ থেকে;

দিও না হয়,--ঝলকানি বিদ্যুৎ!

আকাশ ফাঁটা চিৎকারে--নিও কাছে,

দেখতে দিও সাত রঙের রং

রামধনুটা কেমন ?


অপূর্ণতায় পূর্ণ করো চোখ বুঁজে ;-

আর কতক্ষণ মাতাল জোয়ার পার ভাঙিবে ,

যুগল স্নানে নামবো নদীর বুকের জলে!

ব্যাকুল হয়ে উঠবে আকাশ ঝড় বহিতে,

শর্ত ছাড়া জ্বালিয়ে দিব

সন্ধ্যাদীপের মোহিত আলো নিরেট কিছুক্ষণ।


একটা সন্ধি লও,বিলিয়ে দাও তিন,

মুগ্ধ ঘ্রাণ বুকের মাঝে সন্ধি অনুক্ষণে

শোধ করতে দাও পূর্ব জন্মের-

পাওনা যেটুক ঋণ।।


কলকাতা ।।।