Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

শিরোনাম :- বিমূর্ত শঠতাকলমে :- লক্ষ্মীকান্ত দাস১০.০৯.২০২০নিজের হৃদয়টাকে বিশ্বাস করে বলেই কবির বলা কিংবা না বলা কথাগুলোও মিথ্যা হতে পারেনা ,তবুও সময়ের গুণমুগ্ধতা মসৃন রাজপথের অভাবে ভোগে , বিশ্বাস হোঁচট খায় আগন্তুক অনিশ্চয়তায় , কবি…

 


শিরোনাম :- বিমূর্ত শঠতা

কলমে :- লক্ষ্মীকান্ত দাস

১০.০৯.২০২০

নিজের হৃদয়টাকে বিশ্বাস করে বলেই কবির বলা কিংবা না বলা কথাগুলোও মিথ্যা হতে পারেনা ,

তবুও সময়ের গুণমুগ্ধতা মসৃন রাজপথের অভাবে ভোগে ,

 বিশ্বাস হোঁচট খায় আগন্তুক অনিশ্চয়তায় , 

কবির অস্থিরতার আগে অনুমান

 ব্যর্থ হয় উপলব্ধ সৃজনশীলতায় ,

প্রসাধনী প্রলেপ নিজেই কেটে পড়ে , 

প্রহারের আগের প্রহরে ,

ঘর রাজি হয়না পলেস্তারার সাথে  সহগমনের , 

উপহৃত রমণীরও সায় নেই রমনে  ,

সহমরণে কবির সঙ্গে কবিও উধাও ,

আর দাউ দাউ শুধু চিতাটাই জ্বলে সত্যদহনে ।