💐💐💐💐💐💐💐💐💐আজি শিক্ষক দিবসে শ্রদ্ধেয় Teacher দের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট নিবেদন 🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ২২বিভাগ :- কবিতা বিষয়:- শিক্ষক দিবস শিরোনাম :- জ্ঞানের প্রদীপ কলমে :- পূর্বাশা মিত্র…
💐💐💐💐💐💐💐💐💐
আজি শিক্ষক দিবসে শ্রদ্ধেয় Teacher দের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট নিবেদন 🙏🏻
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ২২
বিভাগ :- কবিতা
বিষয়:- শিক্ষক দিবস
শিরোনাম :- জ্ঞানের প্রদীপ
কলমে :- পূর্বাশা মিত্র
তারিখ :- ৫/৯/২০২০
----------------------------------------
জ্ঞানের আলোয় দেখালেন পথ,প্রিয় আমাদের শিক্ষক,
রত্ন ভরে দিলেন জ্ঞান,আপনি জ্ঞানের প্রদর্শক |
শৈশব শেষে শিক্ষার শুরু আপনার হাত ধরে,
ভালোবাসা দিয়ে শিক্ষা আপনি দিলেন উজাড় করে |
সন্তান স্নেহে বুঝিয়ে দিলেন, বিদ্যাই করে জীবন সচল,
অনভ্যাসে বিদ্যা হ্রাস,বিদ্যা ছাড়া জীবন অচল |
বিদ্যার সাথে বুদ্ধি দিলেন, দিলেন মানুষ হবার শিক্ষা,
আপনার থেকে পেয়েছি আমরা শ্রেষ্ঠ গুরুর দীক্ষা |
বন্ধু হয়ে শিক্ষা দিলেন,দিলেন আপনি আশ্বাস,
ভালো ফল করে আমরা সবাই রেখেছি আপনার বিশ্বাস |
শিক্ষা দিলেন,জ্ঞান দিলেন, দিলেন আপনি সংস্কার,
সমাজে যাতে চলার পথে, না করে কেউ তিরস্কার |
শিক্ষার ঔজ্জ্বল্য তারা আপনি, শিক্ষার প্রধান উপাদান,
বর্তমানে চলার পথে ভুলবো না যে আপনার দান |
জ্ঞানের আলোর পরশে,আজি শিক্ষক দিবসে,শুধু করি আপনার নাম,
আপনিই হলেন জ্ঞানের প্রদীপ,শতকোটি প্রণাম ||
~~~~~~~~~~~~~~~~~~