🙏"মরণোত্তর চক্ষুদান - কর্নিয়া সংগ্রহ"🙏 পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নীলকুন্ঠা গ্রামের বাসিন্দা তথা আমাদের আত্মীয় শম্ভুনাথ জানার স্ত্রী চণ্ডীবালা জানা কিছুদিন অসুস্থ থাকার পর আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে…
🙏"মরণোত্তর চক্ষুদান - কর্নিয়া সংগ্রহ"🙏
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নীলকুন্ঠা গ্রামের বাসিন্দা তথা আমাদের আত্মীয় শম্ভুনাথ জানার স্ত্রী চণ্ডীবালা জানা কিছুদিন অসুস্থ থাকার পর আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান।পরিবারের সদস্যদের সম্মতিতে বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন আই ব্যাঙ্কের সহযোগিতায় সদ্য মৃত চণ্ডীবালা জানার কর্নিয়া দুটি সংগ্রহ করা হয়। চণ্ডীবালা জানার আত্মার শান্তি কামনা করি, পরিবারের সদস্যদের কৃতজ্ঞতা ও সমবেদনা জানাই।
কৃতজ্ঞতা জানাই আই ব্যাঙ্কের পঞ্চানন মাইতি, পবিত্র মাইতি, বিশ্বজিত দাদা,প্রতিবেশী চন্দ্রমোহন সামন্ত,প্রাক্তন পঞ্চায়েত সদস্য আশুতোষ বাড়ী ও অঞ্জন সাহু,ডাক্তার কিংকরনাথ বেরা সহ সংশ্লিষ্ট সকলকেই।
এছাড়াও কৃতজ্ঞতা জানাই মরণোত্তর চক্ষুদানের কাজে সহযোগিতাকারি অশোক কুমার পাইক, সৌমেন গায়েন, রবীন্দ্রনাথ কর, মনিশংকর মাজী, অসীম দাস, সৌমিত্র মান্না, গায়ত্রী দিদি সহ সংশ্লিষ্ট সকল সহযোগীদের। 🙏
নমস্কারান্তে:- প্রশান্ত সামন্ত :: বাহারপোতা, পাঁশকুড়া,তমলুক, পূর্ব মেদিনীপুর।
👂👂৯৭৩২৭৪৮৭৮৫/৭৯০৮৩১০০৮৪.