Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#কলমে - #নন্দিনী২৬/০৯/২০#শিরোনাম -#হে মহামানব, আর একবার এসো🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
মাগো, একটু জল দাও মা...গলা শুকিয়ে কাঠ,আর যে পারছিনা মাগো.....এক ফোঁটা জল দাও কেউ !
তুই যে বেধবা রে! আজ একাদশী,তাও জানিস না হতভাগী !জল খেলে পাপ হবে,…



#কলমে - #নন্দিনী

২৬/০৯/২০

#শিরোনাম -

#হে মহামানব, আর একবার এসো

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


মাগো, একটু জল দাও মা...গলা শুকিয়ে কাঠ,

আর যে পারছিনা মাগো.....

এক ফোঁটা জল দাও কেউ !


তুই যে বেধবা রে! আজ একাদশী,

তাও জানিস না হতভাগী !

জল খেলে পাপ হবে, নরকে যাবি।

নিজের থুতুটাও গিলতে পারবিনা আজ।


ভাইকে লুচি দিয়েছো বুঝি ! পোলাও আর মাছও!

আমার বেলায় নির্জলা উপোস কেন মা?

এত আয়োজন সবার জন্য..... 

আমি একটুও খেতে পাবোনা মা?


হিন্দু ঘরের বেধবাদের আলোচাল আর কাঁচকলা সেদ্ধ ছাড়া অন্য খাবার 

মুখে তুলতে নেই জানিসনা !

তাও মাত্র একবেলা।

মেয়েদের এতো নোলা ভালো নয়।


আমি লেখাপড়া শিখবো মা, দাদাদের মতো।

বই খাতা নাহয় না দিলে, 

এগারো বছরের বালিকা সত্যবতীর মতো জুটিয়ে নেবো পুঁইবিচির রস আর খাগের কলম।


খবরদার! গৃহস্থের অকল্যাণ হয়  তাতে।

আর কোনোদিন একথা মনেও আনবি না।

মেয়েমানুষ পড়ালেখা শিখলে বেধবা হয়।

অমঙ্গল চাস সংসারের?


দুঃস্বপ্ন  দেখে জেগে উঠলাম আতঙ্কে.....

না না, আমার সাথে ঘটেনি এসব;

আমি দাঁড়িয়ে একবিংশ শতকের ভিতের ওপর, 

হাতে আমার বর্ণপরিচয়,

মনে অটুট আত্মবিশ্বাস,

তুমি না থাকলে কোথায় খুঁজে পেতাম অস্তিত্ব 

'আমার আমির'!

তুমি ছিলে, তাই আমি আজ আছি;

আছে আমার মতো হাজার সত্যবতী।

হে মহাজীবন ... ধন্য তোমাকে পেয়ে

হে মহামরণ...  আছি সেই পথ চেয়ে।।


#কপিরাইট_প্রোটেক্টেড

©Nandinee Kar