#মনের শহর তুমি একবার আমার মনের শহরে এসে দেখো,তুমি জীবনের বাস্তবতা খুঁজে পাবে।শুধু একবার তোমার চোখের গভীরে আমাকে দেখো,সেখানে শুধু পবিত্র ভালবাসা পাবে শুধু তোমার জন্য।তোমার কাছে তুমি সুন্দরআমার কাছে তোমার ভালবাসা,,,তোমার ক…
#মনের শহর
তুমি একবার আমার মনের শহরে এসে দেখো,
তুমি জীবনের বাস্তবতা
খুঁজে পাবে।
শুধু একবার তোমার চোখের গভীরে আমাকে দেখো,
সেখানে শুধু পবিত্র ভালবাসা পাবে শুধু তোমার জন্য।
তোমার কাছে তুমি সুন্দর
আমার কাছে তোমার ভালবাসা,,,
তোমার কাছে আসবে অনেকেই মনের কথা বলতে,,
অনেক জন ভালবেসে ভালো রাখার কথা বলবে,,
কিন্তু আমার মনের শহরে উত্তপ্ত মরুভূমি থাকলেও
তোমাকে শীতলতা এনে দেবো😌
অনেক টা সময় নিয়ে ভেবে আমাকে গ্রহণ করো 👩❤️👨
তাড়াহুড়ো করে আমাকে ছেড়ে চলে যেও না😟
সময়ের সাথে হারিয়ে যায় সুন্দর মুখ,,
কিন্তু হারিয়ে যায় না সেই মন
যাকে আমি খুঁজেছি।
যদি আমার রুপ দেখে আমাকে চাও...
ঈশ্বরের কাছে প্রার্থনা করি
আমি যেন তোমার সামনে না আসি🙂
চলে যাব দূরে তোমার স্মৃতি নিয়ে🙃
যেখানে ভালবাসার ঐশ্বর্য থাকবে।।
আমার মনে তোমাকে সাজিয়ে রেখেছি যত্নে,,
কারণ তুমি অনেক দামি আমার ভালোবাসায় মোড়া সাজানো বাগানে🌹
আমার মনের শহরে থেকে যদি আমাকে শাস্তি দাও
সেটাও হবে শান্তিপূর্ণ,,
শহরের আলোকসজ্জা আর ট্রাফিক লাইট জ্বালিয়ে রাখবো -
তুমি অন্ধকারে যাতে আঘাত না পাও
*সাক্ষর*
.....................................................
****প্রেমের কাহিনী *****
আমার মনের ফুলের বাগানে তোমাকে বসিয়ে,,
তোমাকে বৌ সাজাবো👰🏻
আমার মনে করবে বাস,,
শুধু কখনও থেকো না তুমি উদাস!!
তোমার সৌন্দর্য্যতে মুগ্ধ হবে সবাই
রূপের আলোয় আলোকিত হবো আমি।।
ফুলের পালকি চড়ে যাবে যখন পথে
ফুলের সুবাস আমার নিঃশ্বাসে পাবে🌸🌹
এখনও তোমার শুকনো ওষ্ঠ
করেছে শুধু ছবিতে চুম্বন...
রৌদ্রে যখন ক্লান্ত আমি
তোমার চুলে পেয়েছি ছায়া😌
করেছো আমাকে সাথী তোমার এলোকেশী ওই মায়াবী নয়নে,,
আমার ভালোবাসাকে ছেড়ে গেলে তোমাকে দায়ী করবো না-
আমার চোখে আছে তোমার ছবি🎨
বেঁচে থাকার আগে পর্যন্ত তোমার পুজো করবো,,
অঞ্জলী দেব ভালবাসার আগুনে🔥🔥
পুষ্প থাকবে সিক্ত... শুধু ভেজা চোখের কারণে🙂
আমাদের গল্প হবে না অসমাপ্ত!!
হয়তো পাবে স্থান, রচনা হবে নতুন উপন্যাসের চরিত্র।
বন্ধ এখন স্বপ্ন দেখা
সত্যি হবে ঠিক-ই🥰
থমকে আছে সময় এখন
নতুন নতুন পরীক্ষায়,
বাস্তবতার পরাজয়ে , সময়ের অবহেলায়
আসুক বাঁধা একদিন তো জয় আসবে,,,
হারবে পরাজয়💞
যদি আসে জল ওই চোখের কোণে,
তুমি মুছিয়ে সাহস দিও আমায়।।
তোমার ঘ্রান অনুভবে আমি পাই তৃপ্তি❣️
জানি আমি ব্যর্থ!
তবুও পেয়েছি তোমাকে এটাই বড়ো প্রাপ্তি💟
আমার মনের অন্ধকার আকাশে হতো তোমার মন খারাপ....
তাই তো চাঁদ,তারা,আলো দিয়ে
আলোকিত করেছে আমাদের সাজানো বাগান🤗🌷💐
.....................................................................
*সাক্ষর*
*ভালোবাসার মর্যাদা*
আমার জীবনে তোমার এমনই প্রবেশ,,
যেখানেই যাইনা কেন
মনে হয় তোমার উপনিবেশ।
মাথার ওপর সুবিশাল আকাশ,
একগুঁয়ে মেঘ, ভেজা রাস্তা
আর মাতাল করা হাওয়া🍁
প্রকৃতির এই অসম্ভব সুন্দর দৃশ্যে হয় যদি তোমাকে পাওয়া,,,
অনেক দিন হয়ে গেছে কোন অভিযোগ নেই,
অভিমান ভরা মেঘ আর চুঁইয়ে পড়া চোখের কোণে জল দেখিনা।।
জীবনটা তো যাত্রা,
সেই যাত্রার সঙ্গী হিসেবে তোমাকে পাওয়া👩❤️👨
তুমি এলে জীবনে তাই আবার বেজে উঠলো গান🎼🎼
অন্ধকার রাস্তায় থমকে ছিল
পা,
দেখতে দেখতে সময় পেরিয়ে গেছে....
শুরু হয়েছে পাখির কলতান।
কিন্তু গত রাতের সেই থমকে দাঁড়ানো পা আজ খুব ভারি-
কারণ তুমি ডেকেছ ফিরতে হবে তো তাড়াতাড়ি🥰
আমার মন হলো শান্তি
তোমার বাহুর আলিঙ্গনে!!
আমি যদি সমুদ্রে হারিয়ে যাওয়া মুক্ত হই,,
তুমি তাহলে ঝিনুক।
তোমার ভালবাসার আলোতে উজ্জ্বল আমি,,
অন্ধকার মেঘের কাছে
বিদ্যুৎ এর ঝলকানি তুমি।
আমার প্রতি রেখো বিশ্বাস,,
হবে না তোমার কোন কষ্ট
এটা আমার দেওয়া আশ্বাস।।
*সাক্ষর*