এক পলক দেখাশর্মিষ্ঠা
মেঘভেলায় চড়ে চাঁদলন্ঠন হাতে নিয়ে ..!!নিশ্চুপে পাড়ি দিলাম প্রেমসায়রের পথে ...পথ মাঝে তোর ময়ুরপঙ্খী চোখে পড়ে ...!!চকিতে লুকিয়ে চাঁদ লন্ঠন .…চলি তোর পাশে পাশে ..!!মৌসুমী বাতাসের হালকা পরশে হঠাৎ চাইলি আমার…
এক পলক দেখা
শর্মিষ্ঠা
মেঘভেলায় চড়ে চাঁদলন্ঠন হাতে নিয়ে ..!!
নিশ্চুপে পাড়ি দিলাম প্রেমসায়রের পথে ...
পথ মাঝে তোর ময়ুরপঙ্খী চোখে পড়ে ...!!
চকিতে লুকিয়ে চাঁদ লন্ঠন .…
চলি তোর পাশে পাশে ..!!
মৌসুমী বাতাসের হালকা পরশে হঠাৎ চাইলি আমার ভেলার পানে ...
আমিও রইলাম চেয়ে নির্নিমেষ ...!!
অতীত স্মৃতি আজও পড়ে মনে...
তোকে এক পলকের দেখা ...!!
প্রেমসায়রে সেই তোর প্রেমিকার কথা ...
নিশ্চুপে আমার ফিরে যাওয়া সেই অগ্নিগহ্বরে...!!
পুড়ে চলেছি আমি আদিকাল থেকে..
অবয়ব সুন্দরের চাহিদা আজও অণুক্ষণ ...!!
মনের আয়না প্রতিবিম্বহীন ...
চাঁদের কলঙ্ক তাই লোকমুখে ফেরে !!