Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা   :   ভিখারী হবে রত্নাকর ( গদ্যকবিতা)কলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ২৭ , ০৯ , ২০২০
সেই কবে একদিন বিনম্র এক ইঁদূরেরজীবন রক্ষার সকরুণ আবেদনকেউপেক্ষা করতে না পেরে--গল্পের সন্ন্যাসীযে ভুল করেছিল , ঠিক তেমনি একটা ভুল করে ,চর…

 


কবিতা   :   ভিখারী হবে রত্নাকর ( গদ্যকবিতা)

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ২৭ , ০৯ , ২০২০


সেই কবে একদিন বিনম্র এক ইঁদূরের

জীবন রক্ষার সকরুণ আবেদনকে

উপেক্ষা করতে না পেরে--গল্পের সন্ন্যাসী

যে ভুল করেছিল , ঠিক তেমনি একটা ভুল করে ,

চরম মাশুল দিতে হয়েছিল দেশের রাজাকে ।

রাজার দোষে রাজ্য নষ্ট , আর তার দায়

জন্মজন্মান্তর ধরে বহে চলেছি আমরা ।

আমরা বুকের সেই দগদগে ক্ষতকে

চিরাচরিত অভ্যস্ত গৈরিক অঙ্গবাসে ঢেকে ,

অঙ্গচ্ছেদের যন্ত্রণাকে নসিব বলে মেনে নিয়েছি ;

দ্বিজাতিতত্ত্বের বিষকে নিঃশব্দে হজম করেছি , 

এবং দেখন-হাসিতে ঢেকেছি বুকের কান্নাকে ।


আমরা দেখেছি : ফসলের মাঠ ঝাঁপিয়ে

নেমেছে পঙ্গপাল ; রাতের নিশ্চিন্ত আঁধারে

ধানের গোলা কেটেছে ইঁদুরে ।

বেড়ালে কেড়ে নিয়েছে দুধেভাতে থাকার

নিশ্চয়তা ; আর কুকুরে ছড়িয়েছে--ঘরে ঘরে জলাতঙ্কের আতঙ্ক ।

শেষে একটা সাদা বাঘ এসে--বেবাক এই

দেশটার বুকে হানলো যদৃচ্ছ থাবা ;

সেই ক্ষতছেঁড়া বহু রক্তের স্রোত--বহু

চোরাখাল বেয়ে গিয়ে মিশলো ভাগীরথীর জলে ।


মন্ত্রের জোর ছিল সন্ন্যাসীর ; তাঁর একফুঁকে

বেইমান বাঘটা ফিরে গিয়েছিল স্ব-অবস্থানে ।

কিন্তু , দেশের রাজার সেই মন্ত্রশক্তি ছিল না ;

তাই মোটেই সহজ ছিল না--বেইমান সেই

বাঘটাকে স্ব-স্থানে ফিরিয়ে দেওয়া । 

তার ওপর , বনের শেয়ালরা ছিল  বাঘের দোস্ত ;

ফলে , অবাধ্য প্রজার ঘরবাড়ি পুড়েছে অবাধে ।

পান থেকে চুন খসলেই ঘুঘু চরেছে ভিটেয় ,

জোত-জোয়াল গেছে , গোলার ধান গেছে ,

মা-বোন-স্ত্রীর ইজ্জত গেছে সহজে , 

নদীর জলে ভেসেছে অগণিত মানুষের লাশ ,

এবং বহু রক্তে ধোয়া হয়েছে বধ্যভূমি ।


কিন্তু দু'শ বছরের প্রজ্বলিত রাক্ষুসে শ্মশান

কিভাবে এত সহজে নির্ধূম হলো , 

কোন্ মন্ত্রে নিভে গেল তার আঁচ , এবং

কত সহজে মন থেকে মুছে ফেললাম 

বধ্যভূমির সেই রক্তের আলপনা--এই ভেবে

আমি অবাক হচ্ছি ।

যাদের তাড়াতে একদিন--ভাগীরথীর জল

লাল হয়ে গিয়েছিল , তাদেরই কেন পায়ে ধরে সেধে আনতে বারবার সব বিদেশ ছুটছি--নৈবেদ্য সাজিয়ে রেখে ,অথবা দেশের বট অশ্বত্থের ছায়ায় কেন ভরসা রাখতে পারছি না এবং কেনই বা 

খাল কেটে ঘরে কুমির ডাকার এমন উদ্যোগ ,

বুঝতে পারছি না ।


বুঝতে পারছি না বলেই--আমার কানে বাজছে

শৃঙ্খলের সেই ঝনঝন শব্দ ; আমার

চোখের সামনে ভাসছে--আকাশে মাস্তুল উঁচিয়ে

পালতোলা বিদেশী বাণিজ্য তরী 

আরবসাগর , বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে--সারি সারি ঢুকছে আমাদের নদীবন্দরগুলোতে ; এবং

জামসেদপুর , দুর্গাপুরের মতো অন্যান্য

শিল্পনগরীগুলো একে একে উঠছে নিলামে ।

আবার হয়তো সমুদ্র মন্থিত হবে ,

সুধাভাণ্ড নিয়ে দেব-অসু্রে লাগবে লড়াই ,

হয়তো বা আবার ভিখারী হবে রত্নাকর ।

-----------------------------------------------------------------


আমি অবাক