Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

ধানএকটা সবুজ ধানের মাঠেধানের চারার নাচন ওঠে।ধানের মধ্যে দুধের ধারাভগ্ন কৃষকের ঘামে ভরা।পোড়া কপাল রিক্ত হাতেমজুমদার নোট গোনায় মাতে।লক্ষ্মী ধানে বসত করে‌কৃষানীর কান্না বুঝতে নারে।লক্ষ্মীর পা এঁকে দেও ধানের ছড়ায়অশ্রু মেশা দুঃখ চ…

 


ধান

একটা সবুজ ধানের মাঠে

ধানের চারার নাচন ওঠে।

ধানের মধ্যে দুধের ধারা

ভগ্ন কৃষকের ঘামে ভরা।

পোড়া কপাল রিক্ত হাতে

মজুমদার নোট গোনায় মাতে।

লক্ষ্মী ধানে বসত করে‌

কৃষানীর কান্না বুঝতে নারে।

লক্ষ্মীর পা এঁকে দেও ধানের ছড়ায়

অশ্রু মেশা দুঃখ চাপা ধানের গোলায়।

মাগো প্রাসাদ ছেড়ে মাটির ঘরে চলো

লক্ষ্মী বরণ করবো এবার একবার বলো।

পাপের গাড়ি বোঝাই করে পাপ রাখে গুছিয়ে

নিশিরাতে একবার তোমার পেঁচা কে দেও পাঠিয়ে।

চোখের উপর কয়েক পলক পাপের প্রাসাদ ধুলার

উপরে

আমি মাটির ঘরে আসন পাতি লক্ষ্মী চরণ ফুলের মতন দেখি মাটির দাওয়া পরে।


দেবাশীষ ঘোষ

২৭/০৯/২০২০