Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

না বলা কথা :—সেই নিস্পন্দ রাতে ঝরে ছিলো অনর্গলমেঘময় চোখ থেকে অনেকটা  জল,শুধু তোমার জন্য..কিন্তু,তোমাকে বলা হয়নি ৷
সেই নিঃসঙ্গ পাখিটার তখন ভিজে ছিলো ডানাউড়তে চেয়ে পেয়ে ছিলো শুধু নিষিদ্ধ সীমানা,শুধু তোমার জন্য...কিন্তু,তোমাকে বলা হয়…

 


না বলা কথা :—

সেই নিস্পন্দ রাতে ঝরে ছিলো অনর্গল

মেঘময় চোখ থেকে অনেকটা  জল,

শুধু তোমার জন্য..

কিন্তু,তোমাকে বলা হয়নি ৷


সেই নিঃসঙ্গ পাখিটার তখন ভিজে ছিলো ডানা

উড়তে চেয়ে পেয়ে ছিলো শুধু নিষিদ্ধ সীমানা,

শুধু তোমার জন্য...

কিন্তু,তোমাকে বলা হয়নি ৷


সেই উদাসীন মনে ছিলো বিরুদ্ধতার ক্ষত

জন্মের দায় লিখে দিলো বেদনা অবিরত,

শুধুই তোমার জন্য... 

কিন্তু,তোমাকে বলা হয়নি ৷


তোমার জন্য  বসে ছিলো সকালবেলার  আকাশ,

তোমার জানলায় এসে ছিলো হারিয়ে যাওয়া  বাতাস,

শুধু তোমার জন্য...

কিন্তু,তোমাকে বলা হয়নি !


ছিলো..অনেক কিছুই ছিলো,

শিশির ভেজা সকাল ছিলো,

আগুন পোড়া দুপুর ছিলো

ঘরে ফেরার বিকেল ছিলো

জোনাক জ্বলা রাত্রি ছিলো

শুধু তোমার জন্য ৷

দীঘির জলে জোৎস্না ছিলো

ঝিঁ ঝিঁ পোকার গান ছিলো

শুধু তোমার জন্য ৷


আড়ির সাথে ভাব ছিলো

বইয়ের ভাঁজে চিঠি ছিলো

ব্যাকুল মনে  দ্বিধা ছিলো

উথাল পাথাল ঢেউ ছিলো

শুধু তোমার জন্য ৷


নীরব মনে পাথর ছিলো

জমাট বাঁধা ব্যথা ছিলো

শূন্য চোখে চাওয়া ছিলো

চাওয়া ছিলো,পাওয়া ছিলো,

কথার ভীড়ে "কথা" ছিলো,

আর....না বলা অনেক কথা ছিলো !


ছিলো... অনেক কথাই ছিলো

শুধুই তোমার জন্য ৷

কিন্তু.....তোমাকে বলা হয়নি ৷

দেবাশিস্ বসু