Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

(শ্রদ্ধাঞ্জলি)
বাংলা নবজাগরণের তুমি হাতিয়ার,তোমার তরে শিখেছি মোরা বর্ণপরিচয়,ঘুচিয়েছো যত তন্দ্রাচ্ছন্ন আঁধার;
 সূর্যের ন্যায় উদ্দীপ্ত তুমি, তুমিই উজ্জ্বল নক্ষত্র;তোমার তরে নারীরা আজ, করেছে নিজেদের সর্ব জ্ঞানে সমৃদ্ধ।
বিধবা বিবাহ …

 


(শ্রদ্ধাঞ্জলি)


বাংলা নবজাগরণের তুমি হাতিয়ার,

তোমার তরে শিখেছি মোরা বর্ণপরিচয়,ঘুচিয়েছো যত তন্দ্রাচ্ছন্ন আঁধার;


 সূর্যের ন্যায় উদ্দীপ্ত তুমি,

 তুমিই উজ্জ্বল নক্ষত্র;

তোমার তরে নারীরা আজ, করেছে নিজেদের সর্ব জ্ঞানে সমৃদ্ধ।


বিধবা বিবাহ প্রচলন করে হয়েছো তুমি মোদের দেবতা,

তোমার তরে শত অবহেলিত নারীরাও আজ পেয়েছে অজস্র পূর্ণতা।


তোমার অবদান সাগরের পদ্মপদ্মে বাঙ্গালি ক্লেদ ধৌত করে,

তোমার দয়ার অপরূপ মাধুর্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার করে।


✍️ সুবর্ণা