Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#অনুগল্প#মাতৃদুগ্ধদরজা খুলতেই মতির মা বলল"বৌদি আমার লাতি হয়েছে!"ঋদ্ধি হেসে বলল,যাক তোমার মেয়েরও‌ ছেলে!ঋদ্ধির দিনকুড়ি হলো ছেলে হয়েছে,সে এখন বিশ্রামে রয়েছে। তাকে রাজরানীর মতো রেখে দিয়েছে বিভোর।ঋদ্ধি বরাবরই সুন্দরী এ…

 


#অনুগল্প

#মাতৃদুগ্ধ

দরজা খুলতেই মতির মা বলল"বৌদি আমার লাতি হয়েছে!"ঋদ্ধি হেসে বলল,যাক তোমার মেয়েরও‌ ছেলে!ঋদ্ধির দিনকুড়ি হলো ছেলে হয়েছে,সে এখন বিশ্রামে রয়েছে। তাকে রাজরানীর মতো রেখে দিয়েছে বিভোর।

ঋদ্ধি বরাবরই সুন্দরী এবং অসম্ভব সাস্থ‍্য সচেতন,বাচ্চা আয়ার কাছে মানুষ হচ্ছে।তার উপচে পড়া মাতৃদুগ্ধ সে পাম্পের সাহায‍্যে বার করে দেয়---যদি তার সৌন্দর্য‍্যের ব‍্যাঘাত ঘটে!

মতির মা ভাবে এ কেমন ব‍্যাপার স‍্যাপার ,বাচ্চা মায়ের দুধ খাবেক লাই?বড়লোকদের সবই অন‍্য ধারা...মতির বাচ্চা হলে তো সে মায়ের দুধই খাবে তবে তো বাচ্চা পুষ্টু হবে,লড়াই করতে পারবে বড় হয়ে,ভাবে আর মনে মনে হাসে,কিন্তু মতিটা যে বড্ড রুগ্ন!

আজ বেশ ক'দিন হয়ে গেল মতির দুধ আসছে না...বাচ্চাটা হাকুপাকু করছে খিদের জ্বালায়।বাইরের দুধের বড্ড দাম,কেনার সামর্থ‍্য কোথায়?

ঋদ্ধি মতির আর বাচ্চার খবর প্রায়শই নেয়।

নাহ!আজ মতির মা মনে মনে ঠিকই করেছে যা বলার আজই বলতে হবে।

ঋদ্ধি শুয়ে শুয়ে ফোন ঘাটছিল,বাচ্চা আয়ার কাছে দুধ খাচ্ছে। মতির মা ঘরে এসে ঢুকল হাতে একটা কাচের শিশি,ঋদ্ধি অবাক হয়ে তাকিয়ে বলল ,কিছু বলবে মতির মা?

মতির মা শিশিটা এগিয়ে দিয়ে বলল,পাম্প করে আপনার ফেলে দেওয়া দুধটা যদি দ‍্যান বৌদি আমার লাতিটা খেয়ে বাচবেক!


#স্বরূপা