Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি সাহিত্য পত্রিকার দৈনিক লেখনি সম্মাননা

" যদি ফিরে আসি  "+* + *+*+ *+**+*+
যদি  ফিরে আসি এই তাল সারির ঘেরা সবুজ দেশে,যেথায় ছিলাম আমি ইছামতীর পাশের ছায়ায় ঘেরা ছোট্ট জলাশয়ে,চিনতে পারবো কি আমি,যদি ফিরে আসি মরাল মরালী হয়ে।
হয়তো ককিল হয়ে আসবো ফাগুনেশিমুল পলাশের গাছে…

 


" যদি ফিরে আসি  "

+* + *+*+ *+**+*+


যদি  ফিরে আসি এই তাল সারির 

ঘেরা সবুজ দেশে,

যেথায় ছিলাম আমি ইছামতীর পাশের 

ছায়ায় ঘেরা ছোট্ট জলাশয়ে,

চিনতে পারবো কি আমি,যদি ফিরে আসি 

মরাল মরালী হয়ে।


হয়তো ককিল হয়ে আসবো ফাগুনে

শিমুল পলাশের গাছে,

দেখব ফোটে নি ফুল চিনবো কি করে

হয় তো ফিরে যাবো পাছে।


যদি আমি আশি ভ্রমর হয়ে খুঁজে কি পাবো

জলাশয়ে ফোঁটা শালুক পদ্মের বাহার, 

হয়তো কিছুই দেখতে পাবো না

হারিয়ে যাবে সবকিছুর সমাহার। 


যদি ফিরে আসি সারস বা মাছ রাঙাহয়ে

আউশের পাকা ধানের ক্ষেত 

অথবা কবুতরের বেশে খুঁজে কি পাবো

কাটা ঝরা ধান ক্ষেত।


দেখতে কি পাবো জেলে,ডিঙি চলে বেয়ে,

বা ছোট মেয়ে জল নিতে আসে আপন খেয়ালে 

গাঁয়ের সারি গান গেয়ে। 


হয়তো একদিন কংক্রিটের জঙ্গলে হারিয়ে যাবে 

এই সবুজ সবুজে ঘেরা আমার বাংলা দেশ,

ফিরতে তো ইচ্ছা হয় না,যদি ফিরে আসি 

হয়তো দখবো পুরানো স্মৃতি সব শেষ।।


(ডাঃ সুভাষ চন্দ্র সরকার)