কবিতা- এক ঝাঁক বলাকাকলমে- নূপুর রায়তারিখ -২২/০৯/২০
একঝাঁক বলাকা ওড়ে ডানা মেলেসোনালী মেঘগুলো ভেসে ভেসে চলে।
স্বপ্নরা বাসা বাঁধে মনের আঙিনায়কবে তারা রূপ পাবে বাস্তবতায়
আমি আছি, তুমি আছো এই পৃথিবীতেআকাশ পানে তাকাই তোমার খবর নিতে।
বলাকার…
কবিতা- এক ঝাঁক বলাকা
কলমে- নূপুর রায়
তারিখ -২২/০৯/২০
একঝাঁক বলাকা ওড়ে ডানা মেলে
সোনালী মেঘগুলো ভেসে ভেসে চলে।
স্বপ্নরা বাসা বাঁধে মনের আঙিনায়
কবে তারা রূপ পাবে বাস্তবতায়
আমি আছি, তুমি আছো এই পৃথিবীতে
আকাশ পানে তাকাই তোমার খবর নিতে।
বলাকারা উড়ে উড়ে চলে যায় দূরে
বাতাসও বয়ে চলে আগমনীর সুরে।
মন চায় উড়ে যেতে সুদূর গগনে
বলাকার মতো করে সাথীদের সনে।
স্নিগ্ধ আকাশ, মিষ্টি বাতাস, শান্ত নদী,
একবারটি হারিয়ে যেতে পারতাম যদি?