#বিষয়_কবিতা#শিরোনাম_আবেগময় মন#কলমে_মহুয়া ব্যানার্জী21/9/2020
মন খারাপের ছায়াগুলো....একলা করে যায়, নিঃশব্দে তারা শুধু......মনকে ছুঁয়ে যায়।
কখনো আসে ভয়াল পৃথিবীর......দুঃসংবাদ নিয়ে,
কখনো বা চাওয়া না পাওয়ার....... খাতাখানি নিয়ে।
তাদের …
#বিষয়_কবিতা
#শিরোনাম_আবেগময় মন
#কলমে_মহুয়া ব্যানার্জী
21/9/2020
মন খারাপের ছায়াগুলো....
একলা করে যায়,
নিঃশব্দে তারা শুধু......
মনকে ছুঁয়ে যায়।
কখনো আসে ভয়াল পৃথিবীর......
দুঃসংবাদ নিয়ে,
কখনো বা চাওয়া না পাওয়ার.......
খাতাখানি নিয়ে।
তাদের ছোঁয়ায় উদাসী মন.....
ডানা মেলতে চায়।
দূর অজানায় কোনো এক দেশে.....
পাড়ি দিতে চায়।
হঠাৎ করে দমকা হাওয়ায়......
চেতন ফিরে পায়,
সেই হাওয়ারই আলিঙ্গনে......
মনকে বলে যায়,
ফিরতে হবে জগৎ মাঝে.....
কঠিন বাস্তবে,
সব হিসাবের সমাপ্তি যে.....
হবে এই তটে
মুচকি হেসে সপ্নগুলো.....
এটাই বলে যায়,
সজাগ হয়ে থাকবো আমি.....
তোমার প্রতিক্ষায়।
✨✨✨✨✨✨✨✨✨