একবার এসে দেখে যাসিরাজুল ইসলাম।
কী রকম ভাবে বেঁচে আছিসোমা রায়! একবার, শুধু একবার তুই এসে দেখে যা।একে কী জীবন বলে? এই রকম বেঁচে থাকা!গাঙুড়ের জলে কোন একদিন ভাসিয়ে ভেলা বেহুলা'ও বেয়ে চলেছিলো ভাঁটির টানে, অমৃতের সন্ধানে অজানার আহ…
একবার এসে দেখে যা
সিরাজুল ইসলাম।
কী রকম ভাবে বেঁচে আছি
সোমা রায়! একবার, শুধু একবার তুই এসে দেখে যা।
একে কী জীবন বলে? এই রকম বেঁচে থাকা!গাঙুড়ের জলে কোন একদিন ভাসিয়ে ভেলা বেহুলা'ও বেয়ে চলেছিলো ভাঁটির টানে, অমৃতের সন্ধানে অজানার আহবানে। বেঁচে থাকার অপপ্রয়াসে সময়ের ধাঁপ গুনে গুনে উজানের স্রোতে প্রতিকুলতার মুখোমুখি দাঁড়িয়ে স্যামন-মাছের মত।
একচিলতে ভালোবাসার কাঙাল হয়ে বিস্তৃর্ণ থর মরুভূমিতে মিছে মরিচিকার পিছনে আমার এ পথচলা। বিভেদের বেড়াজালে তছনছ হয়ে যাওয়া সংসারে আশৈশব ঘুঁটে কুঁড়ানীর মতন খুঁটে খুঁটে পাড়ি দিয়েছি কত বন্ধুর পথ। তারুণ্যের সরল বিশ্বাসে হাত বাড়াতেই মুঠো ভরে যায় উদ্গিরিত তরল-গরল। ঝরা পাতার মর্মরে শুনি শাঁনাইয়ের সুর। বুকের মাঝে এখন প্রতিনিয়তঃ ভাঙনের ড্রেজার চলে। সুনশান কবরের নিঃস্তব্ধতায় মৌনতার বাতাবরনে ঘিরে আছে আমার চারিপাশ।
সোমা রায়! তুই একবার এসে দেখে যা।
©সিরাজুল ইসলাম।
(#সোমা_রায় অপ্রকাশিত পান্ডুলিপি।)