#ওগো প্রিয়
সাতরঙা রামধনু যেন শোভা পায় আকাশে, তব সুর যেনো মুরলী বাজায় ওই বয়ে যাওয়া বাতাসে।আমি হয়েছি যে বিভোর তোমার সুমধুর সুভাষে, প্রিয় ওগো প্রিয় তুমি রয়েছ মোর প্রতিটি নিঃশ্বাসে।
তুমি রয়েছ মোর মননে, রয়েছ গভীর স্বপনে।মনের অন…
#ওগো প্রিয়
সাতরঙা রামধনু যেন শোভা পায় আকাশে,
তব সুর যেনো মুরলী বাজায় ওই বয়ে যাওয়া বাতাসে।
আমি হয়েছি যে বিভোর তোমার সুমধুর সুভাষে,
প্রিয় ওগো প্রিয় তুমি রয়েছ মোর প্রতিটি নিঃশ্বাসে।
তুমি রয়েছ মোর মননে, রয়েছ গভীর স্বপনে।
মনের অনেক গোপনে তোমায় রেখেছি বড়ই যতনে।
আমার মন খারাপের দিনে, আমার একলা অভিমানে
তুমি এসো চুপি সারে নীরব সমনে ।
মাঝে মাঝে ইচ্ছে করেই রাগ করে বসে থাকি আনমনে।
আমি জানি তুমি মানিয়ে নিয়ে, নেবে আমায় বুকে টেনে।
আজ এই শ্রাবণে দুচোখের বরিষনে
তোমারে খুঁজে পাই হৃদয়ের স্পন্দনে, আমি আজ অচেনা কবি শুধু তোমারই জন্যে।