Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি ও লেখক শৈলেন মন্ডলের কবিতা গুচ্ছ

১.#নতুন_ছন্দে✍ শৈলেন মন্ডল২৪/০৯/২০২০
বৃষ্টি মুখরতা আনেমৌনতা পরাজয় মেনেআনে স্বপ্ন বিজয়ী সুখচোয়াল ছুঁয়ে দাগ কাটে নিশ্চুপেউষ্ণ ইশারা আবেগ ভরে দেয় সাড়া
মধ্যম গগনে হৃদয় সুখ আলিঙ্গন পাটেবুকে মেশে কবোষ্ণ দহন জ্বালাহৃদিপদ্মে কোমলতা বয়ে আনে…

 


১.#নতুন_ছন্দে

✍ শৈলেন মন্ডল

২৪/০৯/২০২০


বৃষ্টি 

মুখরতা আনে

মৌনতা পরাজয় মেনে

আনে স্বপ্ন বিজয়ী সুখ

চোয়াল ছুঁয়ে দাগ কাটে নিশ্চুপে

উষ্ণ ইশারা আবেগ ভরে দেয় সাড়া


মধ্যম গগনে হৃদয় সুখ আলিঙ্গন পাটে

বুকে মেশে কবোষ্ণ দহন জ্বালা

হৃদিপদ্মে কোমলতা বয়ে আনে

সুখের বাসরে শীতলপাটি 

নতুন সকাল

মিষ্টি।

২.#নতুন_ছন্দে

✍শৈলেন মন্ডল

২৪/০৯/২০২০


আবেশে

জড়ানো হৃদয়

তুমি কবিতায় ছন্দে

শরতের নীলাকাশে তুলোসম মেঘ

কাশবনে শোভা দাও আগমনীর বার্তা

নতুন রূপে জাগাও তৃষিত হৃদয় গাথা


মেঘ ভাঙ্গা রোদ্দুরে মন হাসে ওই

নীলাভ দিগন্ত ছুঁতে চায় মন

সুখ স্বপ্নে ভেসে যাই

সুখ স্বপ্নে বিভোর

ভালবাসি তাই 

ভালবেসে।

 ৩.#নতুন_ছন্দে

✍ শৈলেন মন্ডল

২৪/০৯/২০২০


রাজেন্দ্রানী

অতন্দ্র প্রহরী

শুধু তোমারই অপেক্ষায় 

তোমার প্রেমে  নীল যমুনায়

দুরন্ত সুবাস পাই শিউলী হাসনুহানায়

চাঁদের জোছনা মাখি শুধু নির্জনে দুজনায়


তুমি অপরূপ সাজে সজ্জিত নৈসর্গিক মেঘমালা

রাত পেরিয়ে ভোরের শিশির বিন্দু

পাহাড়ি ঝর্ণার আবেগ বিহ্বলতা

মনের গভীরে বাস

ভালবেসে অপেক্ষমান

জানি।