Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি ও লেখক দেবাশিস বসুর কবিতা গুচ্ছ

: ভোরের পাখি :—নিশাচর পাখিদের সাথেজেগে আছি, আমি জেগে আছি !বিনিদ্র রাত্রির কোলে মাথা রেখে,জেগে আছি ৷জীবনের জ্বলন্ত জনপদে, আজ শুধুই ঝরাপাতাদের মিছিল ৷শিশির সিক্ত রাতে,শরীর তাদের ঘোলাটে চাঁদের আলোয় মলিন ৷জেগে আছি আমি,সেখানে জেগে আছি…

 



: ভোরের পাখি :—

নিশাচর পাখিদের সাথে

জেগে আছি, 

আমি জেগে আছি !

বিনিদ্র রাত্রির কোলে মাথা রেখে,জেগে আছি ৷

জীবনের জ্বলন্ত জনপদে, আজ শুধুই ঝরাপাতাদের মিছিল ৷

শিশির সিক্ত রাতে,

শরীর তাদের ঘোলাটে চাঁদের আলোয় মলিন ৷

জেগে আছি আমি,সেখানে জেগে আছি ৷

যে কৃষকের লাশের শরীরে উর্বর হয়েছে জমি,

বাতাস এসে বুনেছে ধানের সিড়ি !

তবু মুঠো ভরা ঋণের রক্তাক্ত জমিতে,

জেগে আছি,

আমি জেগে আছি !

যন্ত্রগুলোর স্থায়ি ঠিকানা আজ শ্রমিকের মিহি রক্তে !

সে শ্রমিকের নিষ্পেসিত হাতের যান্ত্রিক যন্ত্রনায়, 

 আমি জেগে আছি,

অপুষ্টির নিদ্রাহীনতায় জেগে আছি ৷

হারানো ফসলের পূর্ণিমা উৎসবে, 

আমি জেগে আছি !

ক্লেদাক্ত শরীরের গ্লানির ক্ষরনে,

 আমি জেগে আছি ৷

অভ্যুথ্যানের লাভা উদ্গীরনে, 

আমি জেগে আছি ৷

ঝরাপাতাদের বিজয় মিছিলে,

আমি জেগে আছি ৷

চৈত্রের চৌচির প্রান্তরে আমি জেগে আছি !

হিমেল হাওয়ার শৈত্যপ্রবাহে আমি জেগে আছি ৷

জর্জরিত অসাম্যের সাম্যতার মাঝে,

আমি জেগে আছি !

জেগে আছি আমি আশার কুহকে !

জেগে আছি আমি,

ভোরের পাখিদের কলরবে !

জেগে আছি, আমি জেগে আছি !!


দেবাশিস্  বসু

******************

: শরৎ এলো :—

রুদ্ধ ঘরের দুয়ার ভাঙুক 

শরৎ মেঘের ভেলায় ৷

বাঁধন হারা বাতাস মাতুক

কাশ ফুলেদের খেলায়,

বাঁধনটা যাক ঘুঁচে ৷


নীল নীলিমায় আকাশ সাজুক

সূর্য গলা সোনায় ৷

সবুজ ঘাসে কাঁপন লাগুক

স্বচ্ছ শিশির কণায়,

আঁধারটা যাক মুছে ৷


এলোকেশীর একলা রাতে 

মন বাউলের একতারাতে

সাত সুরেরা গুন গুনিয়ে

গেল কখন গান শুনিয়ে

মেঘ নিনাদে মাদল বাজে

মন ময়ুরীর পেখম সাজে

শিউলি ফুটে সকাল হলো

শরৎ এলো শরৎ এলো

শরৎ এলো নীল আকাশে

বেদন বিধুর দীর্ঘ শ্বাসে

বন্দী মনে কোন শিহরণ

মুক্ত বাতাস হলো আপন

কাশফুলেরা উঠুক দুলে

সবুজ ঘাসের জানলা খুলে

শঙ্কিত মন মুছে ৷


শরৎ এলো শরৎ এলো

নতুন সকাল খুঁজে !!

দেবাশিস্ বসু

***************

: অধিকার :—

বসে আছে যে পাখিটি একাকী,নির্জনে,

ওক প্রশাখার চুড়ান্ত শিখরে,আনমনে ৷

নিয়ে এক বুক বিস্ময়, ভাবি শুধু আমি

এতটুকু নীড় বুঝি,খুঁজে ফেরে পাখি !

ডানা মেলে সেই পাখি যায় যদি উড়ে 

আঁধারের বুক চিরে, অজানা সে দূরে ?

জানি না ! তবু,চেয়ে থাকি অপলকে, শব্দহীন তীরে,

শরতের অর্ক যায় অস্তাচলে, নীরব তিমিরে !

মম হরষিত হৃদয়ের মাঝে

অজানা যে সুর বাজে,

যায় যাক !আছে যত  বোঝা মনে,

যায় যদি দূরে !

যাবো সেই নির্জনে, বহু পথ ঘুরে !

আমার 'আমি'র কাছে,আমি শুধু 'তার !'

আমার "আমি" মাঝে,শুধু আমারই অধিকার !

দেবাশিস্ বসু