অরুণ কুমার সাউ, তমলুক: তমলুকের মহাপ্রভু মন্দির থেকে প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি অর্থাৎ তাম্রলিপ্ত রাজবাড়ীতে আসে। আবার উল্টো রথযাত্রার দিন রাজবাড়ী থেকে মহাপ্রভু মন্দিরে ফিরে যায়। মহা ধুমধাম করে অনুষ্ঠিত হয় ২৯৯ বছরের প্রাচী…
অরুণ কুমার সাউ, তমলুক: তমলুকের মহাপ্রভু মন্দির থেকে প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি অর্থাৎ তাম্রলিপ্ত রাজবাড়ীতে আসে। আবার উল্টো রথযাত্রার দিন রাজবাড়ী থেকে মহাপ্রভু মন্দিরে ফিরে যায়। মহা ধুমধাম করে অনুষ্ঠিত হয় ২৯৯ বছরের প্রাচীন রথযাত্রা। আগে এত বড় করে মেলা হত না। গত ২৫ বছর ধরে নতুন করে রথের মেলা হচ্ছে। মেলা বসে তমলুক রাজবাড়ির সামনের মাঠে।
এদিন দুপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে তান্ত্রলিপ্ত রাজবাড়ীর থেকে রাজ পরিবারের সদস্য তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ডঃ দীপেন্দ্র নারায়ন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। সমগ্র তমলুক শহর ও শহরের বাইরের বহু পুন্যার্থী প্রসাদ গ্রহণ করেন।
বিকেলে তমলুকের রাজবাড়ী মাসির বাড়ি থেকে শ্রী জগন্নাথ দেবের উল্টোরথ তমলুক শহর পরিক্রমা করে মহাপ্রভু মন্দিরে গিয়ে পৌঁছায়।রথযাত্রার উপলক্ষে মহাপ্রভু মন্দিরে এদিন সকালে তমলুকে রেড লোটাস ক্লাবের ব্যবস্থাপনায় রক্তদান শিবির ও বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়।