Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারীদের স্বপ্নতরী সাহিত্য পত্রিকা দৈনিক সেরা লেখনি সম্মাননা

#কবিতা_নীল_সাগরের_জল       #মীর_শাহানাজ_বেগম       #তারিখ_28_09_2020
ও সাগরের নীল জল গিয়েছো       কি তুমি আমায় ভুলে।দিঘা, মন্দারমনি, তাজপুর, গিয়েছি      অনেক বার যাওয়া হয়নি      মোহনার উপকূলে।।ওগো নীল সাগরের জল তোমার  সাথে মেতেছ…

 


#কবিতা_নীল_সাগরের_

জল

       #মীর_শাহানাজ_বেগম

       #তারিখ_28_09_2020


ও সাগরের নীল জল গিয়েছো

       কি তুমি আমায় ভুলে।

দিঘা, মন্দারমনি, তাজপুর, গিয়েছি

      অনেক বার যাওয়া হয়নি

      মোহনার উপকূলে।।

ওগো নীল সাগরের জল তোমার

  সাথে মেতেছি কত রঙ্গে।

মন প্রাণ মিলে মিশে এক হয়ে গেছে

       রজত প্রভা তরঙ্গে।। 

উত্তাল ঢেউ এর লম্ফ ঝম্ফ

        দেখেছি ঝড়ের বাতাসে।

তট হতে দেখি নীল সাগরের জলে

      আকাশ গিয়েছে মিশে।।

তোমাকে দেখে এক আকাশ       মুগ্ধতায় হলাম যে বিভোর।

সীমাহীন ভালো লাগায় 

   নয়নে লাগিল ঘোর।। 

আনন্দে দিশেহারা পাগলপারা মন।

সাগরের জলোচ্ছাসে মুগ্ধ হয়েছে

         আমার দু নয়ন।।

তোমার নীল নীল জলে খেলা করে

শঙ্খ ঝিনুক আর কাঁকড়ার দল। 

ঢেউ এর সাথে অগাধ জলরাশি নিয়ে দিগদিগান্তরে ছোটো

   ওগো সাগরের জল।।

এসো ফিরে মোহনায় একরাশ

       নিয়ে কোলাহল।

তোমার রূপের মোনোলোভা দেখে

আনন্দে আঁখি করে ছলছল।।

প্রিয়তমর সাথে কি মন মাতানো

      মেতেছি খেলায়।

সমুদ্র সৈকতের সোনালী

       বালুকা বেলায়।।

উতাল পাতাল উর্মিমালায় দিশেহারা মন কাকে যেন ডাকে ইশারায়।

মৃদু মন্দ বাতাসে শান্ত সমুদ্র তটে

           পরান যে জুড়ায়।।

-------------------------------------------------

শেখদিঘী

             মুর্শিদাবাদ (পশ্চিমবঙ্গ)