দিল্লির ফটিস হাসপাতালে গতকাল প্রখ্যাত ক্রিকেটার কপিল দেবের অ্যাঞ্জিওপ্লাস্টিক হয়েছে।তিনি ভালো আছেন।বিশ্বকাপ জয়ী কপিল দেবের শারিরীক কুশলতা নিয়ে দেশ উত্তাল।বিদেশ থেকেও ঘন ঘন ফোন আসছে।প্রখ্যাত ধারা ভাষ্যকার ও ক্রিকেট বোদ্ধা হর্ষ ভোগ…
দিল্লির ফটিস হাসপাতালে গতকাল প্রখ্যাত ক্রিকেটার কপিল দেবের অ্যাঞ্জিওপ্লাস্টিক হয়েছে।তিনি ভালো আছেন।
বিশ্বকাপ জয়ী কপিল দেবের শারিরীক কুশলতা নিয়ে দেশ উত্তাল।বিদেশ থেকেও ঘন ঘন ফোন আসছে।
প্রখ্যাত ধারা ভাষ্যকার ও ক্রিকেট বোদ্ধা হর্ষ ভোগলে নিজে খোঁজ নিয়েছেন কপিল দেবের।
বর্তমান ভারতীয় টিমের অধিনায়ক বিরাট কোহলিও চিন্তিত বিশ্বকাপ জয়ী কপিল দেবের জন্য
কপিল দেব ই প্রথম ব্যক্তি যিনি ভারতীয় ক্রিকেট দলে ব্যাটে ,বলে, ফিল্ডিং এ নজির সৃষ্টি করেন।যেমন বোলার কে ছক্কা হাঁকিয়েছেন।সঙ্গে সঙ্গে বল করে উইকেট ও ভেঙেছেন।আর পাখির মতো উড়ে ক্যাচ ও ধরেছেন।
অলরাউন্ডার কপিল দেবের সুস্হতা কামনায় সমগ্র দেশ।
তরুন চট্টোপাধ্যায় ।