কলকাতা আর্ট কলেজের ছাত্রী অমৃতা নায়েকের আঁকায় এ ভাবেই ফুটে উঠেছে এক প্রতিবাদের আগুন। আর কত নোংরামর দর্শক হতে হবে এজন্মে জনিনা.....মেয়ে হয়ে জন্মাতে ঘেন্না করে আজ।দিনের পর দিন দেখছি জানোয়ারের চেয়েও কিছু অধমের সাজ।জনিনা, ফুলের পাঁ…
আর কত নোংরামর দর্শক হতে হবে এজন্মে জনিনা.....মেয়ে হয়ে জন্মাতে ঘেন্না করে আজ।দিনের পর দিন দেখছি জানোয়ারের চেয়েও কিছু অধমের সাজ।জনিনা, ফুলের পাঁপড়ি গুলো ছিঁড়ে বিবস্ত্র করে, ফালাফালা করে, রক্তাক্ত করে দিয়ে কেমন স্বাদ মেটায় শকুনের দলগুলো???এবার হোক বিদ্রোহ,নারী পুরুষ সম্ম্মিলনে উঠুক এবার ঝড়, ফাঁসি তাদের ভয় করেনা পুরুষাঙ্গ ছাঁটাই করা হোক এবার। ভয় না পেয়ে এবার নারীরা হাতে কাটারী ধরো,এবার নিজের জন্য নিজে লড়াই করো । সরকার কি এখনো বোবা হয়ে গুনবে ধর্ষিতাদের লিস্ট ঠান্ডা ঘরে??আজকে ফুঁসবে শহর। কত ঘটনা ঘটছে এমন মিডিয়ার বাইরে,পরিবার গুলো ভাসছে নোনতা জলে .. চাই মোমবাতি মিছিলের সঙ্গে এবার মানবিকতায় আগুন জ্বলুক ,ফাঁসির আগে রক্তের বদলে এবার না হয় রক্ত ঝরুক।