আজকে মহাসপ্তমীর শুভলগ্নে প্রকাশিত হলো পূর্ব মেদিনীপুর সাহিত্য সম্মেলনীর শারদ সংখ্যা২০২০।১৮তম শারদ সংখ্যাটি সম্পাদনা করেছেন রাজর্ষি মহাপাত্র ও কৃতি সুন্দর পাল। ১২৪ পাতার এই সংকলনে স্থান পেয়েছে ৩৪ জন কবির কবিতা । দুটি ছোট গল্প ,কা…
সম্পাদক রাজর্ষি মহাপাত্র ও কৃতি সুন্দর পাল পত্রিকা প্রকাশ করে বলেন ,"কোভিড- ৯০ কিংবা করোনা ত্রাস কি সাহিত্যচর্চা কে থমকে দিতে পেরেছে? সহজ উত্তর একেবারে পারেনি। হ্যাঁ জনজীবনকে স্তব্ধ করেছে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। হাহাকার দেখা দিয়েছে । কিন্তু এত কিছুর মধ্যে মানুষের মনের সৃজনশীলতা হারিয়ে যায়নি। বরং আলোর রেখা দেখা দিয়েছে। নিভৃত সময় সাহিত্য চর্চা দিয়ে মানুষ মনের জোর খুঁজে পাচ্ছে। তারা বিষয়টি পছন্দ করে যারা মানুষের ব্যবহার করে ফেলে রাখা লেখাগুলো শেষ করছে।
আমরা প্রতি বছরের মতো এবারও আগমনীর বার্তায় শারদ সংখ্যার উদ্যোগ গ্রহণ করেছি। নানান প্রতিকূলতা সঙ্গে নিয়ে বিশেষ করে সারা পৃথিবীব্যাপী এইরকম মর্মান্তিক সময় কালে। আপনারা এবারের এই ছোট্ট পত্রিকা সাদরে গ্রহণ করবেন বিশ্বাস করি।
লেখকদের আন্তরিক সহযোগিতা ভালোবাসা ছাড়া এবারের পত্রিকা প্রকাশ সম্ভব ছিল না যেটা আমরা পেরেছি। সবাই ভাল থাকবেন।"