Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে জোর কদমে

সৌমিত্র চট্টোপাধ্যায় কেমন আছেন।এক কথায় ভালো বা মন্দ বলা যাচ্ছে না।এই ভালো মন্দের দোলাচলে ফেলুদার অনুগামীরা।ডাক্তারদের টিম এই দু সপ্তাহ ধরেই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।করোনাআক্রান্ত অভিনেতা করোনাকে পরাজিত করলেও নানা উপসর্গ রয়েছে …

 


সৌমিত্র চট্টোপাধ্যায় কেমন আছেন।এক কথায় ভালো বা মন্দ বলা যাচ্ছে না।এই ভালো মন্দের দোলাচলে ফেলুদার অনুগামীরা।

ডাক্তারদের টিম এই দু সপ্তাহ ধরেই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

করোনাআক্রান্ত অভিনেতা করোনাকে পরাজিত করলেও নানা উপসর্গ রয়েছে শরীর জুড়েই। আর এই নিয়েই ডাক্তারদের মাথা ব্যথা ।

বর্তমানের স্নায়বিক নানা সমস্যা ও রয়েছে বলে ও নার্সিং হোম সূত্রের খবর। জানা গেছে স্টেরয়েড ও চালু করা হয়েছে।

কবে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন সে কথা এখনো জানা যায়নি ।

তবে কোনির প্রশিক্ষকের সব রকম চিকিৎসা চলছে দ্রুততার সঙ্গেই।

শিল্পীকে আবার যে ফ্লোরে দেখতে চাইছেন তাঁর অগুন্তি অনুগামীরা।

তরুন চট্টোপাধ্যায় ।