তরুন চট্টোপাধ্যায়রেশনে ছোলা খারাপ।ছোলাতে পোকা পাঁশকুড়া কৃষান মান্ডি সিল করে দিলো পুর্ব মেদিনীপুরের খাদ্য করমাধক্ষ্য সিরাজ খান।সিরাজ খান জানান বার বার অভিযোগ আসছিলো রেশনে পোকা ছোলা দেওয়া হচ্ছে । তিনি নিজেই বিভিন্ন রেশন দোকান পরিদর…
তরুন চট্টোপাধ্যায়
রেশনে ছোলা খারাপ।ছোলাতে পোকা পাঁশকুড়া কৃষান মান্ডি সিল করে দিলো পুর্ব মেদিনীপুরের খাদ্য করমাধক্ষ্য সিরাজ খান।
সিরাজ খান জানান বার বার অভিযোগ আসছিলো রেশনে পোকা ছোলা দেওয়া হচ্ছে । তিনি নিজেই বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করেন ও দেখতে পান সত্যি সত্যি খারাপ ছোলা দেওয়া হচ্ছে ।এরপর তিনি সিল করে দেন।
সিরাজ খান জানান রাজ্য সরকার ভালো ছোলা দিলেও তা পাল্টে খারাপ ছোলা জনগন কে দেওয়া হচ্ছে ।
এর পর নিজে উদ্যোগ নিয়ে ঘটনার সরেজমিনে তদন্ত করে জানতে পারেন জনগনের অভিযোগ মিথ্যা নয়।
এর পর তিনি সিল করেন।