Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উৎসবের প্রাক্কালে মেদিনীপুরে ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচী

দেশমানুষ নিউজ ডেস্ক, মেদিনীপুর: আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের মুখে হাসি ফোটাতে মানবিক প্রয়াস নিলো মেদিনীপুরের ভগৎ সিং ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে এক মহতী কর্মসূচিতে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার শিশু ও মহিলা সহ আর্থি…

 


দেশমানুষ নিউজ ডেস্ক, মেদিনীপুর: আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের মুখে হাসি ফোটাতে মানবিক প্রয়াস নিলো মেদিনীপুরের ভগৎ সিং ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে এক মহতী কর্মসূচিতে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার শিশু ও মহিলা সহ আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ১৩৫ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।



 মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে ফাউন্ডেশনের পক্ষে সবাইকে স্বাগত জানিয়ে সংগঠনের আগামী দিনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন, এদিনের সভার সভাপতি সমাজকর্মী কুন্দন গোপ। উপস্থিত ছিলেন মৌপাল দেশপ্রাণ বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক ড.প্রসূন কুমার পড়িয়া, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের চিকিৎসক অধ‍্যাপক ডাঃ সুদীপ চৌধুরী,শিলদা চন্দ্রশেখর কলেজের অধ‍্যাপক সুশান্ত দে, শিক্ষিকা পাপিয়া চৌধুরী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক প্রদীপ সিংহ মহাপাত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী শিক্ষিকা ঝুমঝুমি চক্রবর্তী। সঞ্চালনা করেন বাচিক শিল্পী বৃষ্টি মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন সৃজিতা দে বক্সী,সৌম‍্যদেব অধিকারী, সোমনাথ মহাপাত্র, বাসুদেব ঘোষ,প্রণব হড়, নরসিংহ দাস,অমিত পন্ডিত,অক্ষয় গোপ প্রমুখ বিশিষ্ট জনেরা। 


উল্লেখ্য এবছর ২৮ শে সেপ্টেম্বর ভগৎ সিং এর জন্মদিনে পথচলা শুরু করেছে ভগৎ সিং ফাউন্ডেশন।