কবিতা : এখন ভালো লাগে
কল্পদেব চক্রবর্তী ১ - ১০ - ২০
বহু পথ পার হয়ে প্রান্তিকে দাঁড়িয়ে,এখন ভালো লাগে ছেলের শাসন।এখন ভালো লাগে কন্যার মাতৃস্নেহ, মাতৃরূপ দর্শন।এখন ভালো লাগে শারীরিক চাহিদাহীন স্ত্রীর …
কবিতা : এখন ভালো লাগে
কল্পদেব চক্রবর্তী
১ - ১০ - ২০
বহু পথ পার হয়ে প্রান্তিকে দাঁড়িয়ে,
এখন ভালো লাগে ছেলের শাসন।
এখন ভালো লাগে কন্যার মাতৃস্নেহ, মাতৃরূপ দর্শন।
এখন ভালো লাগে শারীরিক চাহিদাহীন স্ত্রীর ভালোবাসা।
এখন ভালো লাগে পুরনো বন্ধুদের সাথে স্মৃতিচারণ।
ভালো লাগে ফেলে আসা ছেলেবেলা দিনগুলোর কথোপকথন।
এখন ভালো লাগে প্রাক্তন প্রেমিকার স্মরণ। এখন ভালো লাগে সুখানুভূতি প্রিয় কিছু সন্মান।
এখন ভালো লাগে ভুলে যেতে ব্যর্থতার গ্লানি। এখন আর ক্রোধান্বিত নই,
যখন মনে পড়ে স্বার্থান্বেষীদের করা অপমান। এখন মনে জাগেনা প্রতিশোধ স্পৃহা,
এখন মনে আছে শুধুই ক্ষমা।
ভূলে গিয়ে সব যাতনা, বুকে টেনে নেয়া।
এখন ভালো লাগে নিস্তব্ধ পথে পদচারণা।কোলাহল নয় ভালো লাগে পাখির কুজন,
ভালো লাগে গোধুলিবেলায় আকাশের দিকে চেয়ে থাকা।
মনের ক্যানভাসের ছবি গুলো ধুলোবালি ঝেরে নূতন তুলিতে আকা।
এখন ভালো লাগেনা ,
ক্ষণিকের অতিথি হলেও সহ্য হয় না দুর্জনের আনাগোনা।
এখন সহ্য হয়না প্রিয়জনের কপটতা,
এখন ভাল লাগেনা অভিনীত ভালোবাসা।
এখন ভালো লাগে নিজের সাথে নিজের কথা বলা।
এখন ভালো লাগে শুধু আমার প্রেমে আমি নিমজ্জিত থাকা।
আর ভালো লাগে,
সন্ধ্যার আকাশে ধ্রুবতারা আর সপ্তর্ষির দিকে চেয়ে থেকে,
হাজার প্রশ্নের উত্তর খোঁজা।
_____________