" ভুল করেছি কবি" Chandan Bhattacharya
প্রিয়তমাসু,কোন এক কবিতার আসরে হয়েছিল পরিচয়।আমার "বোধন" কে বিদ্ধস্ত করে উড়ে চলেছিলতোমার " প্রিয়তমাসুর" বিজয় নিশান।তবে কি দুইয়ের মাঝে এক আ…
" ভুল করেছি কবি"
Chandan Bhattacharya
প্রিয়তমাসু,
কোন এক কবিতার আসরে হয়েছিল পরিচয়।
আমার "বোধন" কে বিদ্ধস্ত করে উড়ে চলেছিল
তোমার " প্রিয়তমাসুর" বিজয় নিশান।
তবে কি দুইয়ের মাঝে এক আমি...
আর তুমি একের মাঝে দুই !
এক এক এক করে প্রতিটি আসরে ক্রমাগত সরে যেতে যেতে বোধন আজ ময়দানে ভেলপুরির পসরা সাজায়।
কখনো বা আনমনে ভাবে ভাবে আর ভাবে...
গাঙচিল হয়ে যদি যাওয়া যেতো !
খুউব কাছে....
একরাশ ক্লোন করা গোলাপের সাথে !
নতুবা প্রিয়তমা নার্গিসকেই যদি ক্লোন করা যেতো !
হাজারো নার্গিস গবেষণাগার থেকে খুউব কাছে চলে এসে বলে যেতো....
ভুল করেছি কবি.....
ঢের বেশি ভুল হয়ে গেছে আমাদের....!
আমাদের ভুলগুলো শুধরে দিও ওগো কবি
ওগো যুগান্তের মহাকবি....
তোমার নতুন মহাকাব্যে
একদিন....!
Copyright strictly to Chandan Bhattacharya 01.10.2020