শিরোনাম-কবিকলমে-অতনু সেনগুপ্ত 19/10/20দৈনিক কবিতা প্রতিযোগীতা===================
নির্জন মন , ভেজে অকারণ- বিষণ্ণ শব্দতে।অক্ষর সব তোলে কলরব বাক্য বলয় হতে।
নদী এঁকে -বেঁকে দিন…
শিরোনাম-কবি
কলমে-অতনু সেনগুপ্ত
19/10/20
দৈনিক কবিতা প্রতিযোগীতা
===================
নির্জন মন ,
ভেজে অকারণ-
বিষণ্ণ শব্দতে।
অক্ষর সব
তোলে কলরব
বাক্য বলয় হতে।
নদী এঁকে -বেঁকে
দিনলিপি লেখে
সূর্যাস্তের পর---!!
নগ্ন পৃথিবী
ঢেকেছে শরীর
বসেছে সয়ম্বর ।
শব্দের সারি-
বিশেষণে ভারী !
দৈন্য কাব্য ঘর---!!
ফতুয়ার ফাঁকে,
জীর্ণতা ঢাকে
ভাঙা -চোরা অক্ষর।
তলে যেন তার,
আবেগের ভার
বহিতে পারেনা আর।
কাব্যে জুলম--
উষ্ণ কলম,
জ্বলছে বারংবার---------
কালের আকাল-
ধূসর সকাল,
দুর্ভিক্ষের ছবি----!!
প্রতিবাদী হব
আগুন জ্বালাব
চাই না শিরোপা "কবি"।