#মন-মানুষ বাঁধা যায়না অঞ্জনা চক্রবর্তী
যে প্রেমে সর্বদা শঙ্কা , সেই প্রেম ,প্রেম নয় খানিক যান্ত্রিকতা , দায়বদ্ধতা আর হয়তো মানবিকতা |সেই প্রেম হওয়া ... হাওয়ায় ভাষা নয় |আবেগ হারিয়ে কেমন দমবন্ধ গোমট এই বুঝি সে অভুক্…
#মন-মানুষ বাঁধা যায়না
অঞ্জনা চক্রবর্তী
যে প্রেমে সর্বদা শঙ্কা , সেই প্রেম ,প্রেম নয়
খানিক যান্ত্রিকতা , দায়বদ্ধতা আর হয়তো মানবিকতা |
সেই প্রেম হওয়া ... হাওয়ায় ভাষা নয় |
আবেগ হারিয়ে কেমন দমবন্ধ গোমট
এই বুঝি সে অভুক্ত আমার জন্য !!
আমার বিরহে কাতর |
আমার ভালোবাসা নেই তাতে , নেই আবিষ্ট হয়ে থাকা
যা আছে , তা খানিক মানুষ হয়ে মানুষের হাত ধরা |
খোলা আকাশের দীর্ঘমেয়াদি স্বপ্ন দেখা বন্ধ
কথা মানে কথার কচকচানি , তর্ক বিতর্ক |
কারণ দর্শন পৃথক , ব্যবধানের বিস্তার
আশাবরী রাগে যে প্রেম হঠাৎ এলো একে অপরকে না চিনে
আজ তা কর্তব্য দায়িত্ব বা খানিক ভীত
আমার কারণে সে যদি দুঃখী থাকে
কোথায় যায় আমার মনুষ্যত্ব !!
মন মানুষ যে বাঁধার নয় ,
যে মনোমোহিনী অন্ধকার গুহার মধ্যে
হ্যারিকেন দেখায় , কবিতার প্রেরণায়....
যার সাথে এত দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়িয়ে
দর্শনগত মিল বা ভালোবাসার অস্তিত্ব
সেই আসল প্রেম | আছে তার মধ্যে অমৃত |
অন্যসব খামখেয়ালিপনায় আসা উজান স্রোত
যা আজ দুঃখ বয়ে আনে, ধকল সহ্যহীন,
দুর্গন্ধ কচুরিপানা বয়ে যায় স্নিগ্ধ নদীতে |
তাই বন্ধুত্বপূর্ণ আলাদা পথ শ্রেয় ,
সম্মানীয় আজ দমকা ঝড় ;সে প্রেম নয়
সম্পর্কও নয়, খানিক মুহূর্তের শ্যাওলায় পিছলানো |
তুমি বরং তোমার নায়িকার গল্প লিখো তোমার
পৃষ্ঠায়
নদীর ঘাটে তরী বাঁধা, পাল তুলে....
আমি খুঁজে নিয়ে পড়ে নেবো কোনো এক বইমেলায় |