আমি উদভ্রান্ত অমল ভট্টাচার্য্য -----------------------
উদভ্রান্ত আমি , হেঁটে চলেছি তপ্ত মরুভূমির বালুকায়, পশ্চাতে ফেলে এসেছি পলাশ, টিয়া আর তার খাঁচা, ভেবেছিলাম বদ্ধ খাঁচায় টিয়ার যন্ত্রণা লিখে যাব শব্দের মালিকায়।
কিন্তু হায়, আমার কল…
আমি উদভ্রান্ত
অমল ভট্টাচার্য্য
-----------------------
উদভ্রান্ত আমি , হেঁটে চলেছি তপ্ত মরুভূমির বালুকায়,
পশ্চাতে ফেলে এসেছি পলাশ, টিয়া আর তার খাঁচা,
ভেবেছিলাম বদ্ধ খাঁচায় টিয়ার যন্ত্রণা লিখে যাব শব্দের মালিকায়।
কিন্তু হায়, আমার কলম গেছে থেমে,
লাল টুকটুকে পলাশ গেছে অকালে ঝরে ।
আমার কলমকে থামিয়ে দিয়েছে ওরা,
লাল টুকটুকে পলাশের পাপড়ি ছিঁড়েছিল যারা।
আমি উদভ্রান্ত, এদিক ওদিক ঘুরে বেড়াই,
স্বপ্ন দেখা বন্ধ হয়েছে অনেক আগেই।
বন্ধ স্বপ্ন দেখা, বন্ধ শব্দের মালা গাঁথা,
সারাদিন বলে যাই শিখিয়ে দেওয়া কিছু কথা।
চাঁদ ওঠে আবার অমাবস্যাও হয়,
নদী আর সমুদ্রের ঢেউ নিয়মিত কথা কয়।
কেবল আমার কলম থেমে যায়,
আমার পলাশ ঝরে যায়।
আসলে আমি অসময়ে জ্যোৎস্না খুঁজেছি,
আমার কলমে প্রতিবাদের মালা গেঁথেছি।
এই খোঁজা আর গাঁথার মাঝে শিরদাঁড়া সোজা রেখেছি,
শিরদাঁড়া সোজা রাখতে গিয়ে ,লাল টুকটুকে পলাশকে হারিয়েছি।
----------------------------------------------------