Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বন্দিশ#প্রদীপ্ত ব্যানার্জ্জী
সারারাত তোকে গান শোনাবো আজবেদনার গানে রাত কেটে হবে ভোর,কেঁদে কেঁদে শেষে থেমে যাবে এসরাজসকাল হতেই জাগতিক হুল্লোড়!
অঙ্কশাস্ত্রে যতো সমস্যা আছেমেলাতে মেলাতে বেঁচে থাকা সঙ্গীন,সন্তান থাক সুখে,দুধে-ভাতে-মাছ…

 


#বন্দিশ

#প্রদীপ্ত ব্যানার্জ্জী


সারারাত তোকে গান শোনাবো আজ

বেদনার গানে রাত কেটে হবে ভোর,

কেঁদে কেঁদে শেষে থেমে যাবে এসরাজ

সকাল হতেই জাগতিক হুল্লোড়!


অঙ্কশাস্ত্রে যতো সমস্যা আছে

মেলাতে মেলাতে বেঁচে থাকা সঙ্গীন,

সন্তান থাক সুখে,দুধে-ভাতে-মাছে

ফাটা ঠোঁটে আজও লেগে থাকে বোরোলিন!


কপাল মন্দ,হয়তো কপাল পোড়া

কুঁচকানো ভুরু বিতৃষ্ণা ভরপুর,

ডাস্টবিনে ফেলি লাল গোলাপের তোড়া

দৌড়তে হবে, দিল্লী অনেক দূর!


কখনো একাকী কখনো সদলবলে

লুটপাট করি পার্থিব উপহাস,

বাষ্পশকট দীর্ঘশ্বাসে চলে

যৌবনে প্রেম নিয়ে নেয় সন্ন্যাস!


পৃথিবী ঘুরছে নিজের কক্ষপথে

দিন আসে আর দিন যায় নিয়মিত,

ভগবান ব'সে তাঁর সোনা মোড়া রথে

রথ টানবার অশ্ববাহিনী মৃত!


দিন শেষ হলো,সূর্য অস্তগামী

সন্ধ্যা নামছে গোধূলির পিঠে চড়ে,

জীবনের চালে মাত হয়ে আজ থামি

আমার রাজাকে মেরে দিলো ওর বোড়ে!


সারারাত তাই শোনাবো যে গান তোকে

সে গানের সুরে বেদনার বন্দিশ,

আমার কান্না দেখলে দেখুক লোকে

তুই শুধু তাকে ভালোবেসে মুছে দিস!

........................©...................প্রদীপ্ত