Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

যদি এমন হয়ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
যদি এমন হয়পৃথিবীটা একটা মস্ত ব ইআর ভালোবাসা মলাট হয়ে আষ্টেপৃষ্ঠেবেঁধে রাখে।প্রচ্ছদে যদি থাকেসেই চিরন্তন নায়ক নায়িকাযারা ভালোবাসার কথাএকদিন বলেছিল।
সত্যি যদি এমন হয়গোরাচাঁদের নাম বিলানোর মতোভালোবাস…

 


যদি এমন হয়

ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়


যদি এমন হয়

পৃথিবীটা একটা মস্ত ব ই

আর ভালোবাসা 

মলাট হয়ে আষ্টেপৃষ্ঠে

বেঁধে রাখে।

প্রচ্ছদে যদি থাকে

সেই চিরন্তন নায়ক নায়িকা

যারা ভালোবাসার কথা

একদিন বলেছিল।


সত্যি যদি এমন হয়

গোরাচাঁদের নাম বিলানোর মতো

ভালোবাসার বীজ 

বপন হয় পৃথিবীর মাটিতে।

দেশে দেশে জন্ম নেয়

ভালোবাসার বোধিবৃক্ষ।

বুদ্ধের করুন আঁখির মতো

যা হবে পরম আশ্রয়।


অপার স্নেহের ছায়া

ঢুকতে বাধা দেবে

হিংস্র রোদ্দুর কে।

সকলের চোখে লাগবে

ভালোবাসার মায়াঞ্জন।

পরম মমতায় বাড়িয়ে দেবে

বৃক্ষরূপী ভালোবাসার

শাখা প্রশাখা।

যদি এমন হয়

সত্যি যদি এমন হয়।।