Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতাঃ মায়াকলমেঃ শর্মিলা রায় তারিখঃ ৮/১০/২০২০
অনিত্য এ জীবন বড় মায়া- মাখা।মরেও মরে না ছোট ছোট  সুখ, ছোট ছোট  আশা।টিমটিম জ্বলে চোখের তারায়,তিরতির কাঁপে।একদিন নিঃশেষ হবে জেনেও,জ্যোৎস্না জড়ানো বেঁচে থাকার গান,বুকের গভীরে শিকড় ছড়ায়।ক্…

 


কবিতাঃ মায়া

কলমেঃ শর্মিলা রায় 

তারিখঃ ৮/১০/২০২০


অনিত্য এ জীবন বড় মায়া- মাখা।

মরেও মরে না ছোট ছোট  সুখ,

 ছোট ছোট  আশা।

টিমটিম জ্বলে চোখের তারায়,

তিরতির কাঁপে।

একদিন নিঃশেষ হবে জেনেও,

জ্যোৎস্না জড়ানো বেঁচে থাকার গান,

বুকের গভীরে শিকড় ছড়ায়।

ক্ষণে ক্ষণে  বুকে জাগে অদ্ভুত  আনন্দ- ধ্বনি।

জীবনের সাজানো খেলাঘরে,

ছোট্ট সাঁঝবাতির আলো,

লক্ষ নক্ষত্রের  আলোর মায়া জাগায়।

ঝিরিঝিরি  বয়ে যাওয়া ক্ষীণতোয়া নদী,

হঠাৎই আকুল আবেশে মোহমুগ্ধ করে।

উঠোনের কোনে ঝোপেঝাড়ে, 

অনাদরে ফুটে থাকা নয়নতারা, সন্ধ্যামনি,

হঠাৎই মাখিয়ে দেয়, অনাস্বাদিত, 

মিঠে ভালোলাগার পরশ।

এত তুচ্ছতার মধ্যেও এত অচেনা সুখ! 

কাক চড়ুইয়ের ডাকেও এমন প্রাণের স্পন্দন!

এত প্রাণের প্রাচুর্য  বাতাসের ঝিরঝিরে গানে! 

চরাচর জুড়ে  রূপ, রঙ, রসের,

এমন ডালি সাজানো! 

অকস্মাৎ  এলোমলো হয় মনের ঘর।

কান্না গুমরে  ওঠে।

কেমন করে ছিন্ন করবে,

এ কঠিন মায়ার বাঁধন!