"অচিন শরৎ" প্রতিবিম্ব রায় (17.10.2020)~~~~~~~~~~~~~~~~~~পেঁজা মেঘের কাছে চিিঠ অাসছো তুমি কবে ? তোমায় বিনে কেমন করে সাজবে শরৎ ভবে...
এক অচেনা আজ আকাশে হঠাৎ রোদ আর …
"অচিন শরৎ"
প্রতিবিম্ব রায়
(17.10.2020)
~~~~~~~~~~~~~~~~~~
পেঁজা মেঘের কাছে চিিঠ
অাসছো তুমি কবে ?
তোমায় বিনে কেমন করে
সাজবে শরৎ ভবে...
এক অচেনা আজ আকাশে
হঠাৎ রোদ আর বৃষ্টি,
হাসছে না যে নীল নভ মোর
এ কি অনাসৃষ্টি !
ইতিউতি কাশের রাশি
মুখ করেছে ভার,
অভিমানী শিউলি বুঝি
ফুটবে না তো অার !
অাশায় তবু কমল বনে,মুখোশ পরে মালি,
পদ্ম খুঁজে ব্যর্থ আজি,সাজি যে তার খালি..
রাগ করছে শরৎ আমার
দোষ অামাদের সব,
কি জানি গো বাজবে কিনা
এবার ঢাকের রব !
মান-অভিমান ভোল রে শরৎ
করিস না আর ছল,
তা না হলে কেমন করে
"মা" আসবে বল ?
এবার তবে দে ধরা তুই
আপন রূপে এসে,
মুখোশ পরেই খুশি খুঁজি
তোরে ভালোবেসে ।